একাগ্র: চার ম্যাচে হার। তবু সাধনায় ছেদ নেই। জিমে মগ্ন বিরাট। টুইটার
টানা চারটে ম্যাচ হেরে আইপিএলের লিগ টেবিলের একেবারে শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু তাও আরসিবি অধিনায়ক বিরাট কোহালি মনে করেন, এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালসের কাছে হারের পরে কোহালি বলেছেন, ‘‘আমাদের শুরুটা একদমই ভাল হয়নি। দেখে মনে হওয়াটা স্বাভাবিক যে, পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু নিজেদের ওপর বিশ্বাস হারালে চলবে না। আমাদের বিশ্বাস করতে হবে যে, এই পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। আমরা মুম্বই আর রাজস্থান ম্যাচে খারাপ খেলিনি, কিন্তু আরও উন্নতি করতে হবে।’’ কোহালি মনে করিয়ে দিচ্ছেন, তাঁদের সেরা এগারো খুব তাড়াতাড়ি বেছে নিতে হবে। ‘‘আমাদের দেখতে হবে দলের ভারসাম্য যেন ঠিক থাকে,’’ বলেছেন আরসিবি অধিনায়ক।
আরসিবির পরের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে শুক্রবার। যে ম্যাচে হারলে কার্যত শেষ হয়ে যাবে কোহালিদের প্লে অফে ওঠার আশা। তাঁদের হাতে সময় যে শেষ হয়ে যাচ্ছে, তা স্বীকার করেছেন আরসিবির বোলিং কোচ আশিস নেহরা। ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসার বলেছেন, ‘‘ছোট ছোট লড়াইগুলো আমাদের জিততে হবে। তা হলেই ম্যাচটা আমরা জিততে পারব। কিন্তু আমাদের সময় দ্রুত শেষ হয়ে আসছে। ১৪ ম্যাচের প্রতিযোগিতার মধ্যে চারটে ম্যাচই হয়ে গেল।’’
নেহরা মনে করেন, আইপিএলের মতো প্রতিযোগিতায় টেবিলের প্রথম দিকে থাকা দল আর নীচের দিকে থাকা দলের মধ্যে বিশেষ পার্থক্য থাকে না। তাঁর মন্তব্য, ‘‘দুটো ম্যাচ খুব কাছে এসে হেরেছি। ওই ম্যাচগুলো জিততে পারলে চারটের মধ্যে দুটোয় জেতা হয়ে যেত। আইপিএলে আমরা দেখেছি, ছ’টা ম্যাচ জিতেও কোনও কোনও দল প্লে-অফে চলে গিয়েছে এবং চ্যাম্পিয়নও হয়েছে।’’
রাজস্থানের বিরুদ্ধে হারের কারণ হিসেবে উঠে আসছে ফিল্ডিং ব্যর্থতাও। বেশ কয়েকটা ক্যাচ ফেলেছিলেন ফিল্ডাররা। নেহরা বলছেন, ‘‘শেষ দুটো ম্যাচে দেখা যাচ্ছে আমরা বেশ কিছু ক্যাচ ফেলেছি। এই ফর্ম্যাটের ক্রিকেটে দু’টো, তিনটে ক্যাচ ফেলা মানে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাওয়া।’’ নেহরা মনে করিয়ে দিয়েছেন, ‘‘রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময় আমরা যুজবেন্দ্র চহালের বলে ক্যাচ ফেলেছি। কোহালি, মইন আলিও ক্যাচ ছেড়েছে। এ রকম ম্যাচে এই সব ক্যাচ নিতে পারলে খেলার চেহারা বদলে যায়।’’
রাজস্থানের বিরুদ্ধে দু’উইকেট নিয়ে চহাল আপাতত বেগুনি টুপির (সর্বোচ্চ উইকেটশিকারি) মালিক। চহাল অবশ্য জানাচ্ছেন, দলকে জেতাতে না পারায় বেগুনি টুপি পেয়েও তিনি ততটা খুশি হতে পারছেন না। চহালের মন্তব্য, ‘‘প্রতিযোগিতায় সব চেয়ে বেশি উইকেট পাওয়ার দৌড়ে আপাতত এগিয়ে থাকতে পেরে ভাল লাগছে ঠিকই, কিন্তু ম্যাচটা জিততে পারলে আরও ভাল লাগত।’’
মঙ্গলবার জয়পুরে দুই লেগস্পিনার— রাজস্থানের শ্রেয়স গোপাল এবং আরসিবির চহাল বল হাতে সফল হয়েছেন। যা নিয়ে চহাল বলেছেন, ‘‘অন্যান্য বোলারের তুলনায় লেগস্পিনারদের হাতে বৈচিত্র বেশি থাকে। বল বেশি ঘোরাতে পারে। গুগলি এবং টপ স্পিন বেশি ঘোরে।’’ পরপর চারটে ম্যাচ হারলেও চহাল আশা ছাড়তে চান না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy