হতে পারে একটি পরিবর্তন, দেখে নিন নাইটদের সম্ভাব্য একাদশ
ইডেনে শুক্রবার রাতে আইপিএলের দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে নাইট রাইডার্স এবং সানরাইজার্স। এক নজরে দেখে নেওয়া যাক সেই ম্যাচে নাইটদের সম্ভাব্য একাদশ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ মে ২০১৮ ১৪:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
পর পর ম্যাচ জিতে ফাইনালের এক ধাপ দূরে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পর পর ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদ। ইডেনে শুক্রবার রাতে আইপিএলের দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে নাইট রাইডার্স এবং সানরাইজার্স। এক নজরে দেখে নেওয়া যাক সেই ম্যাচে নাইটদের সম্ভাব্য একাদশ।
০২১২
ক্রিস লিন: ফর্মে থাকলেও গত ম্যাচে রান পাননি। আজ একটা ভাল শুরুর জন্য নজর থাকবে তাঁর দিকে। ছবি: এএফপি।
০৩১২
সুনীল নারাইন: গত ম্যাচটা একেবারেই ভাল যায়নি নারাইনের। ব্যাট হাতে ৪ করার পর বল হাতেও ছাপ ফেলতে ব্যর্থ হন এই ক্যারিবীয়। আজ তাঁর কাছে থেকে একটা অলরাউন্ড পারফরম্যান্স পেতে চাইবে নাইট শিবির। ছবি: এএফপি।
০৪১২
রবিন উথাপ্পা: তেমন ফর্মে নেই। চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটাও হাফসেঞ্চুরি করেননি। আজ তাঁর ব্যাট থেকে একটা ভাল ইনিংস চাইবে কলকাতা। ছবি: এএফপি।
০৫১২
নীতীশ রাণা: গত ম্যাচ ভাল যায়নি নীতীশেরও। তবে ব্যাট হাতে ফর্মেই রয়েছেন তিনি। উইকেটেও তুলেছেন প্রয়োজনের সময়। ছবি: এএফপি।
০৬১২
দীনেশ কার্তিক: নাইটদের সেরা ফিনিশার। দুরন্ত ফর্মে রয়েছেন নাইটদের অধিনায়ক। আজ নজরে থাকবে তাঁর অধিনায়কত্বও। ছবি: পিটিআই।
০৭১২
আন্দ্রে রাসেল: গত ম্যাচের হিরো। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স নাইটদের বহু ম্যাচ জিতিয়েছে। আজও নজর থাকবে তাঁর দিকে। ছবি: পিটিআই।
০৮১২
শুভমান গিল: প্রতিভাবান এই তরুণ ব্যাটসম্যান আইপিএলে নিজেকে নতুন করে চেনাচ্ছেন। আজ রবিনের জায়গায় তিন নম্বরে দেখা যেতে পারে তাঁকে। ছবি: এএফপি।
০৯১২
টম কারেন: সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন জেভন সিয়ারলেস। আজ হয়ত তাঁর বদলে দলে কামব্যাক করবেন কারেন।
১০১২
কুলদীপ যাদব: গত ম্যাচে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে দলকে জেতাতে সাহায্য করেছেন। ফর্মে থাকা চায়নাম্যান আজও নাইটদের ভরসা। ছবি: এএফপি।
১১১২
পীযূষ চাওলা: গত ম্যাচে দু’উইকেট নিয়েছেন। ত্রিফলা স্পিন আক্রমণের অন্যতম প্রধান মুখ পীযূষ আজ দলে থাকছেন। ফাইল চিত্র।
১২১২
প্রসিদ্ধ কৃষ্ণ: ডেথ ওভার বোলিংয়ে চমকে দিচ্ছেন এই তরুণ। তাঁর গতিতে বিভ্রান্ত হচ্ছেন তাবড় ব্যাটসম্যানও। ছবি: এএফপি।