IPL 2018: Best IPL innings of Mahendra Singh Dhoni dgtl
আইপিএলে ধোনির সেরা ৮ ইনিংস
বেঙ্গালুরুর বিরুদ্ধে বুধবার রাতে এক অসাধারণ ইনিংস খেলে চেন্নাইকে জয় এনে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ৩৪ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তবে এই প্রথম নয়। আইপিএলে এর আগেও একাধিক মনে রাখার মতো ইনিংস খেলেছেন তিনি। এর সবকটিতে হয়ত দলের জয় আসেনি। কিন্তু ধোনির লড়াই মন ছুঁয়ে গিয়েছে দর্শকের। দেখে নেওয়া যাক আইপিএলে ধোনির এমনই কয়েকটি অসাধারণ ইনিংস।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১৬:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
বেঙ্গালুরুর বিরুদ্ধে বুধবার রাতে এক অসাধারণ ইনিংস খেলে চেন্নাইকে জয় এনে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ৩৪ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তবে এই প্রথম নয়। আইপিএলে এর আগেও একাধিক মনে রাখার মতো ইনিংস খেলেছেন তিনি। এর সবকটিতে হয়ত দলের জয় আসেনি। কিন্তু ধোনির লড়াই মন ছুঁয়ে গিয়েছে দর্শকের। দেখে নেওয়া যাক আইপিএলে ধোনির এমনই কয়েকটি অসাধারণ ইনিংস।
০২০৯
২৮ এপ্রিল ২০০৮। স্টেন-জাহিরদের দাপটে ১২ ওভারে ৩ উইকেটে ৮৩ করে তখন ধুঁকছে চেন্নাই। ধোনির ৩০ বলে ৬৫ সেই রানকে পৌঁছে দেয় ১৭৮-এ। ১৩ রানে ম্যাচ জেতে চেন্নাই। ম্যাচের সেরা হন ধোনি। ছবি: এএফপি।
০৩০৯
১০ মে ২০০৮। পঞ্জাবের বিরুদ্ধে যখন মনে হচ্ছিল বড় রান করতে পারবে না চেন্নাই, তখনই ঝলসে ওঠে ধোনির ব্যাট। ৪৩ বলে ৬০ রান করেন তিনি। তবে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বালাজি। ছবি: পিটিআই।
০৪০৯
১৮ এপ্রিল ২০১০। শন মার্শ, ইরফান পাঠানদের দাপটে ১৯২ রানের বিশাল রান করে পঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ২৯ বলে অপরাজিত ৫৪ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬ রান ৪ বলেই তুলে নেন তিনি। ছবি: পিটিআই।
০৫০৯
২২ মে ২০১১। আরসিবির বিরুদ্ধে সেই ম্যাচে যখন এক দিকে পরপর উইকেট পড়ছিল, তখন হাল ধরেন ধোনি। দলের ১২৮ রানর মধ্যে একা ধোনিই করেন ৪০ বলে ৭০। গেলের দাপটে ম্যাচটি অবশ্য সহজেই জিতে যায় বেঙ্গালুরু। তবে সেই ম্যাচের পর দুর্দান্ত ভাবে টুর্নামেন্টে ফেরে চেন্নাই। চ্যাম্পিয়নও হয়। ছবি: এএফপি।
০৬০৯
২৩ মে ২০১২। এলিমিনেশনের ম্যাচে ২০ বলে ৫১ রানের ধোনি ধামাকায় ১৮৭ করে চেন্নাই। জবাবে ১৪৯ রানে শেষ হয় মুম্বই। ম্যাচের সেরাও হন ধোনি। ছবি: এএফপি।
০৭০৯
২৫ এপ্রিল ২০১৩। চেন্নাইকে সেই ম্যাচে জিততে হলে করতে হত ১৬০ রান। ধোনির ৩৭ বলে ৬৭ চেন্নাইকে শেষ ওভারে ম্যাচ জেতায়। ছবি: এএফপি।
০৮০৯
২১ মে ২০১৬। ধোনি তখন পুণেতে। কিঙ্গস ইলেভেনের ১৭২ রানের জবাবে পুণে এক সময় ছিল ৮৩/৫। সেখান থেকে ৩২ বলে ৬৪ রান করে শেষ বলে ম্যাচ জেতান ধোনি। শেষ ওভারে ২৩ রান করে পুণে। ছবি: এএফপি।
০৯০৯
২৫ এপ্রিল ২০১৮। ২০৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩৪ বলে ৭০ করে কোহালিদের হারান মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: এএফপি।