IPL 2018: 10 reasons why KKR won against Rajasthan Royals dgtl
রাজস্থানের ঘরের মাঠে নাইটদের সাফল্যের ১০ কারণ
আইপিএলে ঘরের মাঠে রাজস্থানের রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয়। সোয়াই মান সিংহ স্টেডিয়ামে নাইটদের রেকর্ডও ভাল নয়। কিন্তু সেই সব রেকর্ডকে ছাপিয়েই রাহানেদের ঘরের মাঠে রাজস্থানকে উড়িয়ে দিল নাইটরা। ঠিক কোন বিষয়গুলি নাইটদের পক্ষে গেল?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ১৫:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
আইপিএলে ঘরের মাঠে রাজস্থানের রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয়। সোয়াই মান সিংহ স্টেডিয়ামে নাইটদের রেকর্ডও ভাল নয়। কিন্তু সেই সব রেকর্ডকে ছাপিয়েই রাহানেদের ঘরের মাঠে রাজস্থানকে উড়িয়ে দিল নাইটরা। ঠিক কোন বিষয়গুলি নাইটদের পক্ষে গেল? দেখে নেওয়া যাক নাইটদের জয়ের ১০ কারণ।
০২১১
টস ফ্যাক্টর: টি২০ ক্রিকেটে একটি কথা চালু রয়েছে— টস জেতো ম্যাচ জেতো। ছোট ফর্ম্যাটের ক্ষেত্রে চোখের সামনে টার্গেট জানা থাকলে খেলতে সুবিধা হয়। টসে জিতে দীনেশ সেই কাজটাই করে রেখেছিলেন। ছবি: পিটিআই।
০৩১১
সুপারম্যান কার্তিক: নীতীশ রাণার বলটা ঠিকমতো ব্যাটে বলে করতে পারেননি রাহানে। কিন্তু যে ক্ষিপ্রতায় দীনেশ তাঁকে আউট করলেন তা বোধহয় স্বপ্নেও ভাবেননি রাজস্থান অধিনায়ক। রাহানে সেই সময়ে দুরন্ত মেজাজে ব্যাট করছিলেন। তিনি টিকে গেলে ম্যাচের ছবিটা অন্যরকম হতেই পারত। ছবি: এএফপি।
০৪১১
স্পিন ট্রিক: নারাইন ব্যর্থ হলেও বাকি স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছেন। সুনীল নারাইন বাদে এ দিন কুলদীপ যাদব, পীষূষ চাওলা ও নীতীশ রানা ১০ ওভারে ৫২ রান দিয়ে নিলেন চার উইকেট। ছবি: এএফপি।
০৫১১
শর্ট ওপেনিং: সঞ্জু স্যামসনকে সরিয়ে নাইটদের বিরুদ্ধে বাঁহাতি শর্টকে নামান রয়্যালস টিম ম্যানেজমেন্ট। স্পিন খেলতে যথেষ্ট সমস্যায় পড়া শর্ট ৪৩ বলে ৪৪ রান করে আউট হন। টি২০ ক্রিকেটের ক্ষেত্রে এতগুলি বল খেলে ১০২ স্ট্রাইক রেট যথেষ্ট খারাপ। ছবি: এএফপি।
০৬১১
স্যামসন সিদ্ধান্ত: চলতি আইপিএলে রাজস্থানের অন্যতম ইন ফর্ম ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ওপেনিংয়ে দুর্দান্ত খেলছিলেন এই তরুণ ডানহাতি। সেই স্যামসনকে আচমকা তিন নম্বরে নামিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান। ৮ বলে মাত্র ৭ রান করেন সঞ্জু। ছবি: এএফপি।
০৭১১
স্পিন ভীতি: পেসের বিরুদ্ধে সাবলীল হলেও স্পিনের বিরুদ্ধে শর্ট-স্টোকস-বাটলাররা যে কতটা অসহায়, তার প্রমাণ মিলল এ দিন। স্পিনের বিরুদ্ধে খাপ খুলতে না পেরে রান রেট বাড়াতেই পারেনি রাজস্থান। ছবি: এএফপি।
০৮১১
নারাইন ম্যাজিক: বল হাতে ব্যর্থ হলেও ব্যাট হাতে ওপেনিংয়ে ফের ঝলসে উঠল নারাইনের ব্যাট। ৫টি বাউন্ডারি একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। ছবি: পিটিআই।
০৯১১
উথাপ্পা বিক্রম: প্রথম ওভারে ক্রিস লিন আউট হলেও সেই সমস্যা বুঝতেই দেননি নারাইন-উথাপ্পা। ৩৬ বলে ৪৮ রান করে জয়ের ভিতটা মজবুত করেন রবিন উথাপ্পাই। ছবি: পিটিআই।
১০১১
অলরাউন্ড রাণা: প্রথমে বল হাতে দুই উইকেট এবং পরে ব্যাট হাতে অপরাজিত ৩৫। রাণার এই অলরাউন্ড পারফরম্যান্স দলকে জিততে সাহায্য করে। ম্যান অব দ্য ম্যাচও তিনিই। ছবি: পিটিআই।
১১১১
ক্যাপ্টেন ডিকে: একেবারে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে নাইটদের জেতায় বড় ভূমিকা নেন দীনেশ কার্তিক। বোলিং পরিবর্তন তো বটেই ২৩ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে দলকে একেবারে জিতিয়ে ফেরেন ক্যাপ্টেন ডিকে। ছবি: এএফপি।