স্ক্যান করানোর পরই জানা গেল দুঃসংবাদটি। রিপোর্ট বলছে, মাশরাফির ডান কব্জির হাড়ে চিড় ধরা পড়েছে। এই চোটের কারণে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা এখনও জানা যায়নি। তবে অনুমান ৭ থেকে ৮ সপ্তাহ তাঁকে মাঠ থেকে দুরে থাকতে হবে। আরও একবার চোটের শিকার হলেন মাশরাফি।
প্রথম ইনিংসের ১৮তম ওভারের খেলা চলছিল তখন। সে ওভারের দ্বিতীয় বলে ফলো থ্রুতে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতে চোট পান মাশরাফি বিন মোর্তাজা। প্রাথমিক চিকিৎসার পর মনে হয়েছিল, তাঁর সেই চোট খুব একটা গুরুতর নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তেমনটাই জানিয়েছিল।
অবশ্য চোটের সঙ্গে লড়াই করাটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মাশরাফির। দীর্ঘ ১৬ বছরের এই ক্রিকেট জীবনে বেশ কয়েকবারই চোটে আক্রান্ত হয়েছেন তিনি। আর দুই হাঁটু মিলে সাতবার অস্ত্রোপচার করাতে হয়েছে।
এই চোটের জন্য মাশরাফির নিউজিল্যান্ড সিরিজ শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশ দলের সীমিত ওভারের অধিনায়ক টেস্ট সিরিজের দলে নেই। যদিও অনেক দিন ধরেই টেস্ট ক্রিকেট খেলছেন না তিনি।
আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা। সে সফরের আগে মাশরাফি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কি-না সোটাই এখন দেখার।\
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy