Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sports News

কব্জিতে চিড়, টেস্ট সিরিজে নেই মাশরাফি

স্ক্যান করানোর পরই জানা গেল দুঃসংবাদটি। রিপোর্ট বলছে, মাশরাফির ডান কব্জির হাড়ে চিড় ধরা পড়েছে। এই চোটের কারণে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা এখনও জানা যায়নি। তবে অনুমান ৭ থেকে ৮ সপ্তাহ তাঁকে মাঠ থেকে দুরে থাকতে হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৭ ১৫:১০
Share: Save:

স্ক্যান করানোর পরই জানা গেল দুঃসংবাদটি। রিপোর্ট বলছে, মাশরাফির ডান কব্জির হাড়ে চিড় ধরা পড়েছে। এই চোটের কারণে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা এখনও জানা যায়নি। তবে অনুমান ৭ থেকে ৮ সপ্তাহ তাঁকে মাঠ থেকে দুরে থাকতে হবে। আরও একবার চোটের শিকার হলেন মাশরাফি।

প্রথম ইনিংসের ১৮তম ওভারের খেলা চলছিল তখন। সে ওভারের দ্বিতীয় বলে ফলো থ্রুতে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতে চোট পান মাশরাফি বিন মোর্তাজা। প্রাথমিক চিকিৎসার পর মনে হয়েছিল, তাঁর সেই চোট খুব একটা গুরুতর নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তেমনটাই জানিয়েছিল।

অবশ্য চোটের সঙ্গে লড়াই করাটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মাশরাফির। দীর্ঘ ১৬ বছরের এই ক্রিকেট জীবনে বেশ কয়েকবারই চোটে আক্রান্ত হয়েছেন তিনি। আর দুই হাঁটু মিলে সাতবার অস্ত্রোপচার করাতে হয়েছে।

এই চোটের জন্য মাশরাফির নিউজিল্যান্ড সিরিজ শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশ দলের সীমিত ওভারের অধিনায়ক টেস্ট সিরিজের দলে নেই। যদিও অনেক দিন ধরেই টেস্ট ক্রিকেট খেলছেন না তিনি।

আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা। সে সফরের আগে মাশরাফি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কি-না সোটাই এখন দেখার।\

আরও খবর: টি-২০তেও হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হল বাংলাদেশকে

অন্য বিষয়গুলি:

Mashrafi Mortaza Bangladesh vs New Zealand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE