Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Archery

কোয়ার্টার ফাইনালে দীপিকারা, ব্যর্থ হিনা

ভারতীয় শিবিরে খুশির হাওয়া। দুরন্ত বোম্বাইলা দেবী।যার ফলে ভারতীয় মহিলা তিরন্দাজ দল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। দীপিকা কুমারী, লক্ষ্মী মাঝি ও বোম্বাইলা দেবীর ভারতীয় দলের বাজিমাত শেষ বেলায়। শুরুটা যদিও বেশ খারাপ করেছিলেন দীপিকারা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ১৯:৪৮
Share: Save:

ভারতীয় শিবিরে খুশির হাওয়া।দুরন্ত বোম্বাইলা দেবী।যার ফলে ভারতীয় মহিলা তিরন্দাজ দল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। দীপিকা কুমারী, লক্ষ্মী মাঝি ও বোম্বাইলা দেবীর ভারতীয় দলের বাজিমাত শেষ বেলায়। শুরুটা যদিও বেশ খারাপ করেছিলেন দীপিকারা। তখন থেকেই রাউন্ড অফ ১৬র জন্য মানসিকভাবে তৈরি হচ্ছিলেন তাঁরা। যেটা কাজে লাগালেন খুব ভাল মতোই। কলোম্বিয়াকে হারিয়ে দিল ৩-৫এ। কোয়ার্টার ফাইনালে ভারতকে খেলতে হবে শক্তিশালী প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে। আজই রাশিয়ার মুখোমুখি হবেন দীপিকারা।

ভারতীয় শুটারদের ব্যর্থতা চলছেই। হেরে গেলেন হিনা সিধু। ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারলেন না এই ভারতীয়। রবিবার তাঁর দিকে তাকিয়ে ছিল পুরো ভারত। কিন্তু হতাশ করলেন তিনিও। ৩৮০ পয়েন্ট নিয়ে ৪৪ জনের মধ্যে ১৪ নম্বরে থামলেন তিনি। রাশিয়ার ভিতালিনা বাতসারাসকিনা ৩৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে থামলেন। দ্বিতীয় স্থানেও থাকলেন আরও এর রাশিয়ান। কিন্তু বিশ্বকাপ ও কমনওয়েলথের সোনাজয়ী ভারতীয় এই শুটার প্রত্যাশা মতো ফল করতে পারলেন না।

আরও খবর

সাফল্যের রিও এখন সাহস দিচ্ছে দীপাকে

অন্য বিষয়গুলি:

Deepika Kumari Indian Archer Team Rio Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE