আক্রমণাত্মক শেফালি ভার্মা প্রতিদিনই ভরসা দিচ্ছেন দলকে। ছবি: পিটিআই।
চারে চার। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে শনিবার শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলকে সাত উইকেটে হারাল ভারত। জয় এল ৩২ বল বাকি থাকতে। জয়ের নায়ক যথারীতি শেফালি ভার্মা।
১১৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শেফালির ইনিংসই জয় নিশ্চিত করল। ১৬ বছর বয়সি ৩৪ বলে করলেন ৪৭। নিশ্চিত হাফসেঞ্চুরি হারাতে হল রানআউটের জন্য। ১৩৮.২৩ স্ট্রাইক রেটে শেফালি মারলেন সাতটি চার ও একটি ছয়। এর আগে বিশ্বকাপে গ্রুপের তিন ম্যাচে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাটে এসেছিল যথাক্রমে ২৯, ৩৯ ও ৪৬।
আরও পড়ুন: ক্রাইস্টচার্চে হাফসেঞ্চুরি করে সচিন-সন্দীপদের সঙ্গে একাসনে পৃথ্বী
আরও পড়ুন: ব্যাট হাতে ব্যর্থ, ডিআরএসেও ফ্লপ শো অব্যাহত বিরাটের
টস জিতে এ দিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু, ভারতীয় বোলারদের সামনে কখনই স্বচ্ছন্দে দেখায়নি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। নয় উইকেটে ১১৩ রানে থামে শ্রীলঙ্কা। ভারতের সফলতম বোলার হলেন রাধা যাদব। ২৩ রানের বিনিময়ে তিনি নেন চার উইকেট। রাজেশ্বরী গায়কোয়াড় (২-১৮), দীপ্তি শর্মা (১-১৬), পুনম যাদব (১-২০), শিখা পাণ্ডে (১-৩৫) নেন বাকি উইকেট।
জবাবে প্রথম উইকেটে ভারত তোলে ৩৪। স্মৃতি মন্ধানা (১২ বলে ১৭) এ দিনও বড় রান পেলেন না। তিনে নেমে অধিনায়ক হরমনপ্রীত কৌরও (১৪ বলে ১৫) বড় রান পেলেন না।
India remain unbeaten in the group stage!
— ICC (@ICC) February 29, 2020
Shafali Verma led the chase against Sri Lanka after Radha Yadav's career-best four wickets. #T20WorldCup | #INDvSL
📝📽️ https://t.co/kEuIT5xAlG pic.twitter.com/T02JqcYAXv
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy