৭৬ করে ফিরলেন আবিষ্কা। ছবি টুইটার
আবিষ্কাকে হারাতে হলেও চাপে না পড়ে ম্যাচ বের করে নিল শ্রীলঙ্কা। ৩ উইকেটে জিতল তারা। তবে সিরিজ ভারত জিতল ২-১ ব্যবধানে।
চাহারের দ্বিতীয় সাফল্য। উইকেটে জমে যাওয়া আবিষ্কাকে ফেরালেন তিনি।
হার্দিক এবং চাহারের পরপর উইকেট। ৫ উইকেট পড়ে গেল শ্রীলঙ্কা। তবু উইকেটে টিকে আবিষ্কা।
টানা দ্বিতীয় সাফল্য সাকারিয়ার। এবার তাঁর বলে ফিরে গেলেন ধনঞ্জয়।
আগের বলেই নীতীশ রানা ক্যাচ ফেলেছিলেন। দ্বিতীয় বার ভুল হল না। সাকারিয়ার বলে ক্যাচ নিলেন গৌতম। ফিরে গেলেন ভানুকা।
আবিষ্কার পর এবার অর্ধশতরান ভানুকার। জয়ের দিকে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা।
ভাল খেলছেন আবিষ্কা ফার্নান্ডো এবং ভানুকা রাজাপক্ষ। অর্ধশতরান হল আবিষ্কার।
অভিষেক ম্যাচের তৃতীয় বলেই উইকেট পেলেন গৌতম। ফিরিয়ে দিলেন মিনোদকে।
জিততে গেলে ২২৬ রান দরকার। এমন অবস্থায় ভাল শুরু করল শ্রীলঙ্কা।
২২৫ রানে শেষ ভারতের ইনিংস। সর্বোচ্চ ৪৯ রান পৃথ্বী শ-র। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন জয়বিক্রম এবং আকিলা।
একই ওভারে নীতীশ এবং গৌতমকে ফেরালেন আকিলা। ভারতের আট উইকেট পড়ে গেল।
১৭ বলে ১৯ রান করে ফিরলেন হার্দিক। ভারতের সামনে বড় রান তোলার পথে একের পর এক বাধা।
মারতে গিয়ে আউট মণীশ। ১১ রানে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
কলম্বোয় থেমেছে বৃষ্টি। বোর্ডের খবর অনুযায়ী সাড়ে ছ’টা থেকে খেলা শুরু পারে। ম্যাচ কমে ৪৭ ওভার।
বৃষ্টি থেমেছে কলম্বোয়। মাঠকর্মীরা কভারের উপর থেকে জল সরানোর কাজ করছেন।
তৃতীয় একদিনের ম্যাচে হানা দিল বৃষ্টি। ম্যাচ আপাতত বন্ধ। ভারতের রান ২৩ ওভারে ১৪৭-৩।
অভিষেক ম্যাচে নেমে অর্ধশতরানের থেকে চার রান দূরে থেমে গেলেন সঞ্জু। ৪৬ রানের মাথায় তাঁকে আউট করলেন জয়বিক্রম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy