মেন্ডিসকে আউটের পর সামিকে নিয়ে উচ্ছ্বাস বিরাটদের। ছবি: এএফপি।
শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে বধ করতে আর বেশি সময় অপেক্ষা করতে হল না বিরাটদের। মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল ত়তীয় টেস্টের খেলা। পাল্লেকেলে টেস্টে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ব্য়াট করে ৪৮৭ রান তোলে শিখর ধবন-লোকেশ রাহুলরা। ভারতের প্রথম ইনিংসে দেওয়া লিডকে তাড়া করতে নেমে মাত্র ১৩৫ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। লঙ্কা বাহিনীকে ফলো অন করায় অধিনায়ক বিরাট। তবে, তাতেও শ্রীলঙ্কার খেলায় কোনও পরিবর্তন আসেনি। চান্ডিমলদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৮১ রানে। এ দিনের ম্যাচে জয়ের ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত।
• শেষ হল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। অশ্বিনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলেন লাহিরু কুমারা(১০)। শ্রীলঙ্কা ১৮১/১০।
আউট...
• ৭২ ওভারে শ্রীলঙ্কার রান ১৭০/৯।
• শ্রীলঙ্কার নবম উইকেটের পতন। আউট হলেন নিরোশন ডিকবেলা(৪১)।
আউট...
• আউট হলেন লক্ষণ সান্দাকান(৮)।
আউট...
• ৬৮ ওভারে শ্রীলঙ্কা ১৬৬/৭।
• শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন। আউট হলেন দিলরুওয়ানা পেরেরা(৮)।
আউট...
• শ্রীলঙ্কা ১১৮/৬।
• আউট হলেন অ্যাঞ্জেল ম্যাথুজ। (৩৫)।
আউট...
• শ্রীলঙ্কার পঞ্চম উইকেটের পতন। আউট হলেন অধিনায়ক চান্ডিমল(৩৬)।
আউট...
• ৪৯ ওভারে শ্রীলঙ্কা রান ১০২/৪।
• ১০০ রানের গণ্ডি টপকাল শ্রীলঙ্কা।
• লাঞ্চ শেষে শুরু হল দ্বিতীয় সেশনের খেলা।
লাঞ্চ ব্রেক
• ৪২ ওভারে শ্রীলঙ্কা ৮২/৪।
• ৪১ ওভারে শ্রীলঙ্কা ৮১/৪।
• শ্রীলঙ্কা ৫৯/৪।
• আরও একটি শ্রীলঙ্কার উইকেটের পতন। সামির বলে এলবি হয়ে মাঠ ছাড়লেন কুশল মেন্ডিস(১২)।
আউট...
• আরও একটি উইকেটের পতন। আউট হলেন মালিন্দা পুস্পকুমারা(১)। সামি বলে আউট হলেন মালিন্দা পুস্পকুমারা।
আউট...
• দিনের শুরুতেই ধাক্কা খেল শ্রীলঙ্কা। অশ্বিনের বলে আউট হয়ে ক্রিজ ছাড়লেন ওপেনার করুণারত্ন(১৬)।
আউট...
তৃতীয় দিনের খেলা শুরু
পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচকে প্রায় পকেটে পুরে নিয়েছে ভারত। ভারতের ৪৮৭ রানের জবাবে ১৩৫ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। লঙ্কা বাহিনীকে ফলো অন করায় বিরাট কোহালি। দ্বিতীয় ইনিংসেও বেশ চাপে শ্রীলঙ্কা। ইনিংসের শুরুতেই ৭ রান করে আউট হন ওপেনার উপুল থরঙ্গা। দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান ছিল ১৯/১।
তৃতীয় টেস্টের তৃতীয় দিনে এখন দেখার ঘুরে দাঁড়াতে পারে কি না শ্রীলঙ্কা, না কি তিন দিনেই শেষ হয় ম্যাচ।
আরও পড়ুন: কপিলের সঙ্গে হার্দিক পাণ্ড্যর তুলনা করলেন প্রধান নির্বাচক প্রসাদ
আরও পড়ুন: বিরাটের মধ্যে পন্টিংয়ের ছায়া দেখতে পাই: হাসি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy