দীপক চাহার। ছবি টুইটার
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে অনবদ্য খেলে ভারতকে সিরিজ জেতাতে সাহায্য করেছেন দীপক চাহার। সুদূর ডারহামে বসে সেই ম্যাচ দেখেছিল বিরাট কোহলী-সহ ভারতীয় দল। ম্যাচের পরেই চাহারকে শুভেচ্ছা জানিয়েছিলেন কোহলী।
কী বার্তা দিয়েছিলেন কোহলী? চাহারকে বিশেষ বার্তায় কোহলী লিখেছিলেন, “খুব ভাল খেলেছ।” বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা খোলসা করেছেন চাহার নিজেই। মঙ্গলবার ম্যাচের পরেই ডারহামে থাকা ভারতীয় দলকে উচ্ছ্বাসে ভাসতে দেখা গিয়েছিল।
শুধু তাই নয়, নিজের উপর আর একজনের প্রভাবের কথা স্বীকার করেছেন চাহার। তিনি আর কেউ নন, খোদ মহেন্দ্র সিংহ ধোনি, যাঁকে চেন্নাই সুপার কিংসে খুব কাছ থেকে দেখেছেন তিনি। চাহার বলেছেন, “বড় হয়ে ওঠার সময় সামনে থেকে দেখেছি ধোনিকে। দেখেছি কী ভাবে ও ম্যাচ ফিনিশ করে। যত বার এ বিষয়ে ওর সঙ্গে কথা বলেছি তত বার ও আমাকে বলেছে, ম্যাচের ভাগ্য আমাদের হাতেই থাকে। যত ম্যাচ শেষের দিকে নিয়ে যাবে তত সুবিধা হবে।”
🗣️ 🗣️: @deepak_chahar9 talks about the impact @msdhoni has had on his on-field mindset. #TeamIndia #SLvIND pic.twitter.com/T5sM5bL1MX
— BCCI (@BCCI) July 22, 2021
🎵 🎵
— BCCI (@BCCI) July 22, 2021
𝙏𝙝𝙚 𝙧𝙚𝙩𝙧𝙤 𝙢𝙚𝙙𝙡𝙚𝙮 𝙛𝙩. @deepak_chahar9 & 𝙉𝙞𝙧𝙖𝙣𝙟𝙖𝙣 𝙋𝙖𝙣𝙙𝙞𝙩 - #𝙏𝙚𝙖𝙢𝙄𝙣𝙙𝙞𝙖 𝙥𝙝𝙮𝙨𝙞𝙤 𝙛𝙤𝙧 𝙩𝙝𝙚 𝙎𝙧𝙞 𝙇𝙖𝙣𝙠𝙖 𝙨𝙚𝙧𝙞𝙚𝙨. 🎸🔊#𝙎𝙇𝙫𝙄𝙉𝘿 pic.twitter.com/IE87xyggsA
শুধু ব্যাটে-বলে নয়, চাহার বিখ্যাত অন্য় কাজেও। তিনি খুব সুন্দর গানও করেন। বোর্ডের পোস্ট করা ভিডিয়োও তাঁকে ফিজিয়ো নিরঞ্জন পন্ডিতের সঙ্গে পুরনো দিনের গান গাইতে দেখা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy