ওয়াশিংটনকে নিয়ে ধোঁয়াশা। ফাইল ছবি
বৃহস্পতিবার দুপুরের দিকেই জানা গিয়েছিল আঙুলের চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তারপরেও তাঁকে দেখা গেল কাউন্টি দলের হয়ে দিব্যি ফিল্ডিং করছেন। এমনকী দুরন্ত একটি ক্যাচ নিয়ে ময়াঙ্ক আগরওয়ালকে আউটও করে দিলেন তিনি।
বুধবার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান সুন্দর। তৃতীয় দিনের শুরুতেই জানা যায় তাঁর চোট গুরুতর। কেউ কেউ বলেন, আঙুল ভেঙে গিয়েছে। কিন্তু সমর্থকরা অবাক হয়ে দেখেন, কাউন্টি একাদশের হয়ে মনের সুখে ফিল্ডিং করছেন তিনি।
এতেই বোর্ডের উপরে ক্ষুব্ধ সমর্থকরা। তাঁদের দাবি, যে ক্রিকেটার চোট পেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন, তাঁকে জোর করে প্রস্তুতি ম্যাচে খেলানো হচ্ছে কেন? তাহলে কি তাঁর চোট গুরুত্বপূর্ণ নয়?
Sundar is fielding? pic.twitter.com/5HLRPwR1nl
— ਉਜਵਲ ਸ਼ਰਮਾ (@xXSnaxXx) July 22, 2021
Sundar took catch even with a broken finger. Why is he even fielding
— Anurag Kashyap (@AnuragTweetz) July 22, 2021
Sundar ruled out but is on field fielding for County XI. Nice.
— Kaushik (@_CricKaushik_) July 22, 2021
চোট পাওয়ার কারণে ইতিমধ্যেই সম্ভবত দেশে ফিরে এসেছেন শুভমন গিল। আবেশ খানেরও চোট লেগেছে। তাঁরও দেশে ফেরার কথা। সুন্দরেরও চোট লাগায় মনে করা হয়েছিল তাঁকেও দেশে ফেরানো হবে। কিন্তু প্রস্তুতি ম্যাচে তাঁকে ফিল্ডিং করতে দেখে উঠছে প্রশ্ন। বোর্ড যদিও এখনও সরকারি ভাবে সুন্দরের ছিটকে যাওয়ার খবর ঘোষণা করেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy