সৌম্য সরকার। ফাইল ছবি
জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতে তারা সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল। ম্যাচের সেরা বাংলাদেশের সৌম্য সরকার।
জিম্বাবোয়ের ইনিংস ১৫২ রানে শেষ হয়ে যায়। জবাবে ৭ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সৌম্য ১ উইকেট নেন এবং ৫০ রান করেন।
টস জিতে জিম্বাবোয়ে অধিনায়ক রেগিস চাকাবভা ব্যাট করার সিদ্ধান্ত নেন। তিনি এবং ডিয়ন মায়ার্স ছাড়া আর কেউ ভাল রান পাননি। চাকাবভা ৪৩ রান করেন। মায়ার্স ৩৫ রান করেন। মুস্তাফিজুর রহমান, মহম্মদ সইফুদ্দিন এবং শোরিফুল ইসলাম শেষ করেন জিম্বাবোয়েকে। পুরো ২০ ওভার খেলতে পারেনি জিম্বাবোয়ে। ১৯ ওভারে শেষ হয়ে যায় তাদের ইনিংস। মুস্তাফিজুর ৩টি, সইফুদ্দিন ও শোরিফুল ২টি করে উইকেট নেন।
Bangladesh won by 8 wickets.#BANvZIM #RiseOfTheTigers pic.twitter.com/tY44KcxTA4
— Bangladesh Cricket (@BCBtigers) July 22, 2021
Player of the match - Soumya Sarkar#BANvZIM #RiseOfTheTigers pic.twitter.com/dg5GfpD7JB
— Bangladesh Cricket (@BCBtigers) July 22, 2021
রান তাড়া করতে নেমে প্রথম উইকেটেই ১০২ রান তুলে ফেলেন সৌম্য এবং মহম্মদ নইম। সৌম্যর ৪৫ বলে ৫০ রানের ইনিংসে ৪টি চার, ২টি ছয় রয়েছে। নইম ৫১ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy