অভিনব মুুকুন্দ। ছবি: রয়টার্স।
প্রথম টেস্টের প্রথম দিন ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছিল ওপেনার অভিনব মুকুন্দকে। পর তাঁকে ট্রোলড হতে হয় টুইটারে। এটাই হয়ত ছিল তাঁর সামনে সুবর্ণ সুযোগ। লোকেশ রাহুল ভাইরাল ফিভারের জন্য প্রথম টেস্ট থেকে বাদ পড়ার পরই বিরাট কোহালি জানিয়ে দিয়েছিলেন, এটাই সুযোগ দুই ওপেনারের সামনে। কারণ নিয়মিত দুই ওপেনার যে এ ভাবে ছিটকে যাবেন সেটাও হয়ত কেউ ভাবেননি।
আরও খবর: দ্বিতীয় দিন: পূজারা ১৫৩ করে ফিরলেন প্যাভেলিয়নে
অভিনব মুকুন্দকে দলে রাখা হয়েছিল রিজার্ভ ওপেনার হিসেবে। আর শিখর ধবনকে রাখাই হয়নি দলে। এই অবস্থায় লোকেশ রাহুল আর মুরলী বিজয় দলে থাকলে এই দুই ব্যাটসম্যানের খেলাই হত না। কিন্তু লেখা হল অন্য গল্প।
@mukundabhinav RIP to ur test career. Today ur destiny gave u another chance by giving fever to @klrahul11 but u again did not do anything.
— Anghan Uday (@uday_anghan) July 26, 2017
মুরলী বিজয় চোট সারিয়ে ফিরতে পারলেন না। সেখানে দলে ঢুকে পড়লেন শিখর ধবন। অন্য দিকে লোকেশ রাহুল দলের সঙ্গে থাকা স্বত্ত্বেও জ্বরের জন্য প্রথম টেস্টে নামতে পারলেন না। প্রথম এগারোয় জায়গা করে নিলেন অভিনব মুকুন্দ। এক ওপেনার ভরসা দিলেও আর এক ওপেনার সেই জায়গায় পৌঁছতে পারেননি। তার পর থেকেই তাঁকে নানা রকমভাবে ট্রোল করা শুরু হয় টুইটারে।
Abhinav Mukund is still getting chances? Thought his career was over in 2011
— YaGunners (@Ya_Gunners_) July 26, 2017
কেউ লেখেন ‘তোমার টেস্ট কেরিয়ারের ইতি। আজ তোমার ভাগ্য তোমাকে একটা সুযোগ দিয়েছিল কিন্তু তুমি কাজে লাগাতে পারলে না।’’ কেউ লেখেন ‘‘অভিনব মুকুন্দ কি এর পরও সুযোগ পাবে? ২০১১তেই ওর কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল।’’ ' (_) শ্রীলঙ্কায় যাওয়ার আগে ১৯ জুলাই অভিনব মুকুন্দ লিখেছিলেন ‘‘আমার পরবর্তি সিরিজ খেলতে আমি এখ শ্রীলঙ্কার পথে। টানা হার্ড ওয়ার্ক আর প্রস্তুতির পর শেষ পর্যন্ত পরীক্ষার সামনে।’’ সেই টুইটকে রিটুইট করে এক ক্রিকেট ফ্যান লিখেছেন ‘‘তুমি ডোমেস্টিক ক্রিকেট খেল যেটায় তুমি ভাল।’’
শ্রীলঙ্কায় যাওয়ার আগে ১৯ জুলাই অভিনব মুকুন্দ লিখেছিলেন ‘‘আমার পরবর্তি সিরিজ খেলতে আমি এখ শ্রীলঙ্কার পথে। টানা হার্ড ওয়ার্ক আর প্রস্তুতির পর শেষ পর্যন্ত পরীক্ষার সামনে।’’ সেই টুইটকে রিটুইট করে এক ক্রিকেট ফ্যান লিখেছেন ‘‘তুমি ডোমেস্টিক ক্রিকেট খেল যেটায় তুমি ভাল।’’
Bruh keep playing domestic, that's where you good at
— herb (@nish_k00) July 26, 2017
কেউ লেখেন ‘তোমার টেস্ট কেরিয়ারের ইতি। আজ তোমার ভাগ্য তোমাকে একটা সুযোগ দিয়েছিল কিন্তু তুমি কাজে লাগাতে পারলে না।’’ কেউ লেখেন ‘‘অভিনব মুকুন্দ কি এর পরও সুযোগ পাবে? ২০১১তেই ওর কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল।’’ ' (_)
Dear Abhinav Mukund,
— ஆனந்த் आनंद আনন্দ Anand (@aThakkali) July 26, 2017
Please find a couple of net bowlers and ask them to keep kicking your arse till the end of this test match! #SLvIND
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy