Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
India vs England 2021

India vs England 2021: ৮৫ বছরে ওভালে দ্বিতীয় জয় পেল ভারত, ওয়াড়েকরের পর কৃতিত্ব কোহলীর

কেনিংটন ওভালে ভারত এই নিয়ে ১৪টি টেস্ট খেলল। দুটি টেস্টে জিতেছে, ড্র করেছে সাতটি টেস্ট, হারতে হয়েছে পাঁচটিতে।

অনন্য কৃতিত্ব কোহলীর।

অনন্য কৃতিত্ব কোহলীর। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৬
Share: Save:

ওভালে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে আরও একবার এগিয়ে গেল বিরাট কোহলীর ভারত। লন্ডনের এই মাঠে ৮৫ বছরে এই নিয়ে মাত্র দ্বিতীয় টেস্ট জিতল ভারত।

কেনিংটন ওভালে ভারত এই নিয়ে ১৪টি টেস্ট খেলল। দুটি টেস্টে জিতেছে, ড্র করেছে সাতটি টেস্ট, হারতে হয়েছে পাঁচটিতে।

১৯৩৬ সালে ভারত ওভালে প্রথম খেলে। ৯ উইকেটে হারতে হয় ভিজিয়ানাগ্রামের মহারাজার দলকে। প্রথম ইনিংসে মহম্মদ নিসারের ৫ উইকেটও জেতাতে পারেনি ভারতকে। ওয়ালি হ্যামন্ড ২১৭ রান করেন।

এরপর ১৯৪৬ ও ১৯৫২ সালে দুটি টেস্ট খেলে ভারত। দুটি ম্যাচই ড্র হয়। ১৯৫৯ সালে ওভালে ভারতকে হারতে হয় ইনিংস ও ২৭ রানে।

ভারতের সামনে এরপর ওভালে খেলার সুযোগ আসে ১২ বছর পরে ১৯৭১ সালে। সেই টেস্ট ভারতীয় ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছে। ইংল্যান্ডের মাটিতে সেটিই ভারতের প্রথম টেস্ট ও সিরিজ জয়। অজিত ওয়াড়েকরের নেতৃত্বে সেই ম্যাচে ভারত রে ইলিংওয়র্থের ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায়।

১৯৭৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত ওভালে পরের পাঁচটি টেস্ট ভারত ড্র করে। এই ম্যাচের আগে ওভালে শেষ তিনটি টেস্টে ভারতকে আবার হারতে হয়। ২০১১ সালে ভারত হারে ইনিংস ও ৮ রানে। তিন বছর পরে ভারতকে হারতে হয় ইনিংস ও ২৪৪ রানে। ২০১৮ সালে ভারত হারে ১১৮ রানে।

অন্য বিষয়গুলি:

India vs England 2021 Virat Kohli Ajit Wadekar Oval Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy