শতরান করলেন রোহিত। ছবি টুইটার
টেস্ট ক্রিকেটে আটটি শতরান হল রোহিত শর্মার। তার মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে এই শতরান হয়ত রোহিতের কাছে বিশেষ জায়গায় থাকবে। কারণ দেশের বাইরে এটিই রোহিতের প্রথম শতরান।
রোহিতের আগের সাতটি শতরানই ভারতের মাটিতে। এমনকী এশিয়া মহাদেশের অন্য কোনও দেশেও রোহিতের শতরান নেই। বাংলাদেশ, শ্রীলঙ্কার মাটিতে ৮টি টেস্ট খেললেও শতরান করতে পারেননি তিনি।
ইংল্যান্ডের মাটিতে নবম টেস্টে শতরান পেলেন রোহিত। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে সাতটি, নিউজিল্যান্ডে ছয়টি, দক্ষিণ আফ্রিকায় নয়টি এবং ওয়েস্ট ইন্ডিজের চারটি টেস্ট খেলেছেন। কিন্তু কোথাও শতরান করতে পারেননি।
First century outside India for the Hitman! 🔥
— Sony Sports (@SonySportsIndia) September 4, 2021
He gets there with a monster six over long on!
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #RohitSharma pic.twitter.com/4HDSE276Ow
টেস্টে রোহিতের প্রথম শতরান কলকাতায়। ২০১৩ সালে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭৭ রানের ইনিংস খেলেন তিনি। মুম্বইয়ে পরের টেস্টেও শতরান (অপরাজিত ১১১) করেন তিনি। তৃতীয় টেস্ট শতরান পেতে রোহিতকে চার বছর অপেক্ষা করতে হয়। ২০১৭ সালে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১০২ রান করেন। দু’ বছর পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসেই শতরান (১৭৬, ১২৭) করেন। সেই সিরিজেই তাঁর ব্যাট থেকে আসে ২১২ রানের ইনিংস। একদিনের ক্রিকেটে তিনটি দ্বিশতরান করলেও টেস্টে এটিই এখনও পর্যন্ত রোহিতের একমাত্র দ্বিশতরানের ইনিংস। এই বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইতে ১৬১ রান করেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy