চোট পেয়ে মাঠ ছাড়ছেন ময়াঙ্ক টুইটার
ইংল্যান্ডে টেস্ট সিরিজ শুরুর আগে অনুশীলনে চোট পেলেন ময়াঙ্ক আগরওয়াল। চোটের জেরে প্রথম টেস্ট খেলা হবে না তাঁর। মহম্মদ সিরাজের বল খেলতে গিয়ে মাথার পিছনে লাগে তাঁর। ময়াঙ্কের কনকাশন পরীক্ষা হবে।
সিরাজের শর্ট বল খেলতে গিয়ে বলের ওপর থেকে চোখ সরিয়ে নেওয়ায় মাথার পিছনে চোট পান ময়াঙ্ক। হেলমেট খুলে মাটিতে বসে পড়েন তিনি। ফিজিও নিতিন পটেল এসে তাঁকে নেট থেকে তখনই সরিয়ে নেন।
ময়াঙ্ক না থাকায় দলে আসতে পারেন কেএল রাহুল। তবে ওপেন করার থেকে রাহুল এখন মিডল অর্ডারেই খেলতে বেশি পছন্দ করেন। সেক্ষেত্রে সুযোগ এসে যেতে পারে বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরনের কাছে। বুধবার থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচে রাহুল, না বাংলার ঈশ্বরন, কাকে দলে নেন বিরাটরা, সেটাই দেখার।
NEWS 🚨- Mayank Agarwal ruled out of first Test due to concussion.
— BCCI (@BCCI) August 2, 2021
The 30-year-old is stable and will remain under close medical observation.
More details here - https://t.co/6B5ESUusRO #ENGvIND pic.twitter.com/UgOeHt2VQQ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy