জেমস অয়ান্ডারসন টুইটার
আবার আলোচনায় জেমস অ্যান্ডারসন। তাঁর দু’ বছর আগের একটি ভিডিয়ো এখন ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিনের ছবি ছিঁড়ে ফেলছেন তিনি।
ভিডিয়োটি ২০১৯ সালের আইপিএল-এর। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে অশ্বিন মানকাডিং (নন স্ট্রাইকার ব্যাটসম্যান বোলারের বল ছাড়ার আগে উইকেট ছেড়ে বেরিয়ে গেলে বোলার যদি রান আউট করেন) করেছিলেন রাজস্থান রয়্যালসের ইংরেজ ব্যাটসম্যান জস বাটলারকে। এ ভাবে রান আউট করা উচিত কিনা, তা নিয়ে ক্রিকেট বিশ্ব দু’ ভাগ হয়ে যায়।
সেই সময় বিবিসি-র একটি অনুষ্ঠানে অশ্বিনের ছবি ছিঁড়ে ফেলেন ইংরেজ জোরে বোলার অ্যান্ডারসন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, অ্যান্ডারসনের কাছে জানতে চাওয়া হয়েছে, অশ্বিনের রান আউট করাকে তিনি কী ভাবে দেখছেন। জবাবে কোনও কথা না বলে ভারতীয় স্পিনারের ছবি ছিঁড়ে দেন অ্যান্ডারসন।
They do this. Then their supporters talk about Spirit of Cricket. Don't know how low can they go!
— Jaanvi 🏏 (@ThatCric8Girl) August 18, 2021
When I said Englishmen deserve getting those sledging from the Indians (Kohli & Bumrah specifically), I meant it and rightly so. 👍 pic.twitter.com/tJTUEao144
I respect him as a cricketer,but not as a human being
— Kowshik (@Kowshik43211725) August 18, 2021
If he continues his same attitude,then he is gonna lose all my respect
Definitely unnecessary but if I remember rightly at the time some England players were getting restless waiting for Paul Collingwood to start a game of "What's The Time Mr Wolf" as part of a new training regimen. However, on behalf of the ECB, I apologise
— Parody England Cricket (@we_will_regroup) August 19, 2021
অ্যান্ডারসনের এই কীর্তির সমালোচনা হচ্ছে এখন। একজন নেটমাধ্যমে লিখেছেন, ‘এরা এরকমই করে। তারপরে এদের সমর্থকরা ক্রিকেটের স্পিরিট নিয়ে চিৎকার করে। জানি না কী করে এরা এত নীচে নামতে পারে। কোহলী, বুমরা ওদের স্লেজিং করে একদম ঠিক কাজ করেছে।’
আর একজন লিখেছেন, ‘ক্রিকেটার হিসেবে ওঁকে (অ্যান্ডারসন) শ্রদ্ধা করি। কিন্তু মানুষ হিসেবে একেবারেই নয়।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy