কে এল রাহুলকে আউট করার পর জেমস অ্যান্ডারসনের উল্লাস। ছবি - টুইটার
চলতি ট্রেন্ট ব্রিজ টেস্টেও দারুণ ছন্দে রয়েছেন জেমস অ্যান্ডারসন। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে চলে এলেন ইংল্যান্ডের এই জোরে বোলার। বিরাট কোহলীকে প্রথম ইনিংসে প্রথম বলেই ফিরিয়ে দিয়ে অনিল কুম্বলেকে আগেই ধরে ফেলেছিলেন। এ বার কেএল রাহুল ও শার্দূল ঠাকুরকে আউট করে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে চলে এলেন।
এই ৩৯ বছর বয়সেও তাঁর লাইন-লেংথ ও সুইং একই রকম ধারালো আছে। প্রথম ইনিংসে ৫৪ রানে ৪ উইকেট নিয়ে সেটা বুঝিয়ে দিলেন অ্যান্ডারসন।
YESSS @jimmy9 moves past Anil Kumble to become the third highest wicket-taker in Test cricket history!! 🐐
— England Cricket (@englandcricket) August 6, 2021
Scorecard/Videos: https://t.co/5eQO5BWXUp
🏴 #ENGvIND pic.twitter.com/3JUktTb3D1
সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকার শীর্ষে রয়েছেন মুথাইয়া মুরলীধরন। ২৩০ টেস্ট খেলে তাঁর ৮০০টি উইকেট। দ্বিতীয় স্থানে শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে ওয়ার্ন ৭০৮ উইকেট নিয়েছেন। অনিল কুম্বলের শিকার ৬১৯। ভারতের বিরুদ্ধে এই টেস্টে খেলতে নামার আগে অ্যান্ডারসনের টেস্ট উইকেটের সংখ্যা ছিল ৬১৭।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy