Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Virat Kohli

India vs England 2021: শেষ দিন কোহলীদের বাজিমাৎ, লর্ডস মনে করাচ্ছে মেলবোর্ন, কলম্বোকে

জিততে হলে ৬০ ওভারে ইংল্যান্ডের ১০টি উইকেট তুলে নিতে হত ভারতকে। কেউ ভাবেননি ম্যাচ জিততে পারবে ভারত। সেটাই করলেন ইশান্ত, শামিরা। বিদেশের মাটিতে এরকম পাঁচটি স্মরণীয় জয়ের হদিশ দিল আনন্দবাজার অনলাইন

উচ্ছ্বসিত বিরাট কোহলী

উচ্ছ্বসিত বিরাট কোহলী টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২৩:০৬
Share: Save:

হাতে মাত্র ৬০ ওভার ছিল বিরাট কোহলীদের। জিততে হলে তার মধ্যেই ইংল্যান্ডের ১০টি উইকেট তুলে নিতে হত। কেউ ভাবেননি ম্যাচ জিততে পারবে ভারত। সেটাই করলেন ইশান্ত, শামিরা। বিদেশের মাটিতে এরকম পাঁচটি স্মরণীয় জয় দেখে নেওয়া যাক।

বিপক্ষ অস্ট্রেলিয়া, মেলবোর্ন, ১৯৮১

ভারত টসে হেরে প্রথমে ব্যাট করে ২৩৭ রান তোলে। গুন্ডাপ্পা বিশ্বনাথ ১১৪ রান করেন। ডেনিস লিলি ৪টি, লেন প্যাসকো ৩টি উইকেট নেন। জবাবে অস্ট্রেলিয়া ৪১৯ রান করে। অ্যালান বর্ডার (১২৪), ডাগ ওয়াল্টার্স (৭৮), গ্রেগ চ্যাপেল (৭৬), র়ডনি মার্শ (৪৫) ভাল রান পান। দিলীপ দোশি ৩ উইকেট নেন। ভারত দ্বিতীয় ইনিংসে ৩২৪ রান করে। চেতন চৌহান (৮৫), সুনীল গাওস্কর (৭০), দিলীপ বেঙ্গসরকর (৪১) রান পান। লিলি ৪ উইকেট নেন। অস্ট্রেলিয়া ১৪৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৪৮.৪ ওভারে ৮৩ রানে শেষ হয়ে যায়। কপিল দেব ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন।

বিপক্ষ শ্রীলঙ্কা, গল ২০০৮

টস জিতে অনিল কুম্বলে ব্যাটিং নেন। বীরেন্দ্র সহবাগের অপরাজিত ২০১ রানের সুবাদে ভারত প্রথম ইনিংসে ৩২৯ রান তোলে। শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস ৬ উইকেট নেন। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৯২ রান করে। মাহেলা জয়বর্ধনে (৮৬), কুমার সাঙ্গাকারা (৬৮), মালিন্দা ওয়ার্নাপুরা (৬৬) ভাল রান পান। হরভজন সিংহ ৬ উইকেট নেন। ভারত দ্বিতীয় ইনিংসে ২৬৯ রান তোলে। গৌতম গম্ভীর (৭৪), সহবাগ (৫০), রাহুল দ্রাবিড় (৪৪) ভাল রান পান। অজন্তা ৪টি, মুথাইয়া মুরলীধরন ৩টি উইকেট নেন। ৩০৭ রানের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা ৪৭.৩ ওভারে ১৩৬ রানে শেষ হয়ে যায়। হরভজন ৪টি, ইশান্ত ৩টি, কুম্বলে ২টি উইকেট নেন।

বিপক্ষ শ্রীলঙ্কা, কলম্বো, ২০১৫

বিরাট কোহলী টসে জিতে ব্যাটিং নেন। কেএল রাহুল (১০৮), রোহিত শর্মা (৭৯), কোহলী (৭৮), ঋদ্ধিমান সাহা (৫৬) ভারতকে ৩৯৩ রানে পৌঁছে দেন। রঙ্গনা হেরাথ ৪ উইকেট নেন। শ্রীলঙ্কার প্রথম ইনিংস ৩০৬ রানে শেষ হয়। অ্যাঞ্জেলো ম্যাথুজ (১০২), লাহিরু থিরিমানে (৬২), কুশল সিলভা (৫১) ভাল রান পান। অমিত মিশ্র ৪ উইকেট নেন। ভারত দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩২৫ রান তুলে ছেড়ে দেয়। অজিঙ্ক রহাণে ১২৬, মুরলি বিজয় ৮২ রান করেন। ধামিকা প্রসাদ ও থারিন্দু কৌশল ৪টি করে উইকেট নেন। শ্রীলঙ্কা ৪১৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৪৩.৪ ওভারে ১৩৪ রানে শেষ হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিন ৫টি, অমিত মিশ্র ৩টি উইকেট নেন।

বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, গ্রস আইলেট, ২০১৬

ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। কোহলীরা ৩৫৩ রান করেন। জোড়া শতরান রবিচন্দ্রন অশ্বিন (১১৮), ঋদ্ধিমান সাহার (১০৪)। ভাল রান পান রাহুলও (৫০)। আলঝারি জোসেফ, মিগুয়েল কামিন্স ৩টি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ‌ইনিংস শেষ হয় ২২৫ রানে। ক্রেগ ব্রাথওয়েট (৬৪), মার্লন স্যামুয়েলস (৪৮) ভাল রান পান। ভুবনেশ্বর কুমার ৫ উইকেট নেন। ভারত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২১৭ রান তুলে সমাপ্তি ঘোষণা করে। রহাণে অপরাজিত ৭৮, রোহিত ৪১ রান করেন। কামিন্স ৬ উইকে নেন। ক্যারিবিয়ানদের সামনে লক্ষ্য ছিল ৩৪৬ রান। ৪৭.৩ ওভারে ১০৮ রানে শেষ হয়ে যায় তারা। মহম্মদ শামি ৩ উইকেট নেন।

বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, নর্থ সাউন্ড, ২০১৯

ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাট করত‌ পাঠায় ভারতকে। কোহলীরা ২৯৭ রান তোলেন। রহাণে ৮১, রবীন্দ্র জাডেজা ৫৮, রাহুল ৪৪ রান করেন। কেমার রোচ ৪টি, শ্যানন গ্যাব্রিয়েল ৩ উইকেট নেন। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২২২ রান করে। রোস্টন চেস ৪৮ রান করেন। ইশান্ত শর্মা ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৪৩ রান তুলে ভারত সমাপ্তি ঘোষণা করে। রহাণে ১০২, হনুমা বিহারি ৯৩, কোহলী ৫১ রান করেন। চেস ৪ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল ৪১৯ রানের। ২৬.৫ ওভারে তারা ১০০ রানে শেষ হয়ে যায়। যশপ্রীত বুমরা ৫টি, ইশান্ত ৩টি উইকেট নেন।

অন্য বিষয়গুলি:

Virat Kohli India vs England 2021 BCCI Mohammed Shami Mohammed Siraj joe root
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy