Advertisement
০৫ নভেম্বর ২০২৪
শেষ দিকে ইংল্যান্ডকে ধাক্কা দেওয়ার পর বুমরাকে অভিনিন্দন জানাচ্ছেন কোহলী।

শেষ দিকে ইংল্যান্ডকে ধাক্কা দেওয়ার পর বুমরাকে অভিনিন্দন জানাচ্ছেন কোহলী। ছবি - টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২৩:২৯
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২৩:১১ key status

১৫১ রানে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় টেস্ট জিতে নিল বিরাট কোহলীর ভারত

সিরাজের বলে জেমস অ্যান্ডারসনের উইকেট ছিটকে যেতেই উল্লাসে মেতে পড়ল ভারত। ১২০ রানে শেষ জো রুটের দল। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২৩:০৪ key status

বাটলার আউট, নয় উইকেট হারাল ইংল্যান্ড

বাটলারকে আউট করে সাহেবদের টেস্ট ড্র করার স্বপ্ন গুঁড়িয়ে দিলেন মহম্মদ সিরাজ। ১২০ রানে ৯ উইকেট হারাল রুটের দল। 

Advertisement
timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২২:৫৯ key status

বুম বুম বুম বুমরা স্বস্তি দিলেন

স্লোয়ার বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরে গেলেন অলি রবিনসন। ১২০ রানে ৮ উইকেট হারাল রুটের দল। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২২:৫০ key status

রবিনসনকে নিয়ে লড়ছেন বাটলার

১০ ওভারের খেলা বাকি। শেষ তিন উইকেটের খোঁজে টিম ইন্ডিয়া। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২২:৪৬ key status

৬৬ বলের খেলা বাকি

শেষ তিন উইকেট পেতে কষ্ট করতে হচ্ছে ভারতকে। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২২:৩৭ key status

১৩ ওভারের খেলা বাকি

ক্রিজে লড়ে যাচ্ছেন জস বাটলার। সঙ্গে রয়েছেন অলি রবিনসন। তিন উইকেটের জন্য মরিয়া হয়ে আছে ভারত। 

Advertisement
timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২১:৫৪ key status

লর্ডসে প্রথম বার ‘গোল্ডেন ডাক’ করে আউট স্যাম কারেন

সিরাজের পরের বলেই আউট স্যাম কারেন। ৯০ রানে ৭ উইকেট হারাল ইংল্যান্ড। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২১:৫৩ key status

মইন আলি আউট, ছয় উইকেট হারাল ইংল্যান্ড

ফের দাপট দেখালেন মহম্মদ সিরাজ। ৯০ রানে ৬ উইকেট হারাল সাহেবরা। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২১:৪৩ key status

২৪ ওভারের খেলা বাকি, ভারতের দরকার ৫ উইকেট

জো রুট চলে যাওয়ার পর ক্রিজে পড়ে আছেন জস বাটলার ও মইন আলি। বাকি ৫ উইকেটের খোঁজে মরিয়া লড়াই চালাচ্ছে বিরাট কোহলীর বোলাররা। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২১:১৯ key status

আর ২৮ ওভারের খেলা বাকি, ভারতের দরকার আরও ৫ উইকেট

৮০ ওভারের শেষে ইংল্যান্ড মাত্র ৮০ রানে ৫ উইকেট তুলেছে। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২০:৪১ key status

জো রুট আউট, ৫ উইকেট হারাল ইংল্যান্ড

চা পানের বিরতির পর মাঠে নেমেই কাজের কাজ করে ফেললেন যশপ্রীত বুমরা। তাঁর বাইরে যাওয়া বলে খোঁচা দিলেন রুট। প্রথম স্লিপে দাঁড়িয়ে ক্যাচ নিলেন বিরাট কোহলী। ৬৭ রানে ৫ উইকেট হারাল ইংরেজরা। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২০:২১ key status

চা পানের বিরতিতে যাওয়ার আগে ফের ধাক্কা খেল ইংল্যান্ড

প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ভারতের দাপট বজায় রয়েছে। চা পানের বিরতিতে যাওয়ার আগে শেষ বলে ইশান্তের বলে লেগ বিফোর হলেন জনি বেয়ারস্টো। ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে সাহেবরা। ইশান্ত ৬ রানে ২ উইকেট নিলেন। শামি ও বুমরা নিয়েছেন ১টি করে উইকেট। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৯:৪২ key status

ইংল্যান্ড ৪৪ রানে ৩, ভারতের দরকার ৭ উইকেট

এ বার বাইশ গজে জ্বলে উঠলেন ইশান্ত শর্মা। হাসিব হামিদকে লেগ বিফোরে আউট করলেন এই জোরে বোলার। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৯:১৮ key status

ভারতের দরকার ৮ উইকেট

১০ ওভারে ২ উইকেটে ৩২ রান তুলেছে ইংল্যান্ড। জো রুট ও হাসিব হামিদ ক্রিজে আছেন। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৯:০১ key status

ক্যাচ ফস্কালেন রোহিত

৫.১ ওভারে শামির বাইরে যাওয়া বলে হাসিব হামিদ খোঁচা দিলেও ক্যাচ ফেলে দিলেন দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিত।  

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৮:৪৮ key status

দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড

যশপ্রীত বুমরার পর এ বার মহম্মদ শামি। দ্বিতীয় ওভারে ফিরলেন ডম সিবলি। ১ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড। আর ৮ উইকেটের খোঁজে বিরাট কোহলীর ভারত। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৮:৩৮ key status

শুরুতেই ধাক্কা, রোরি বার্নস ফিরলেন

ইনিংসের তৃতীয় বলে রোরি বার্নস সিরাজের হাতে ক্যাচ ধরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন যশপ্রীত বুমরা। ১ রানে ১ উইকেট হারাল জো রুটের দল। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৮:৩২ key status

মাঠে নেমে পড়ল দুই দল

নতুন বলে সাহেবদের শুরুতেই ধাক্কা দিতে তৈরি যশপ্রীত বুমরা। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৮:২৯ key status

ভারত ৮ উইকেটে ২৯৮ রান (ডিক্লেয়ার), ইংল্যান্ডের লক্ষ্য ২৭১ রান

নবম উইকেটে মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা ৮৯ রান যোগ করে লর্ডস টেস্ট জয়ের আশা দেখাচ্ছেন। শামি ৭০ বলে ৫৬ রানে অপরাজিত। সঙ্গে রয়েছে ৬টি চার ও ১টি ছয়। বুমরা ৬৪ বলে ৩৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। মারলেন ৩টি চার। জো রুটের দলকে জিততে হলে ২৭১ রান করতে হবে। 

timer শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৭:৪৩ key status

দুই উইকেট হারালেও প্রথম সেশন ভারতের

২০৯ রানে ৮ উইকেট চলে গেলেও বাকিটা সময় শুধুই ভারতের। মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা পাল্টা লড়াই চালিয়ে নবম উইকেটে এখনও পর্যন্ত ১১০ বলে ৭৭ রান যোগ করলেন। এর মধ্যে শামি ৫২ রানে অপরাজিত রয়েছেন। বুমরা ৩০ রানে ক্রিজে রয়েছেন। ২৫৯ রানের লিড পেয়ে গেল ভারত। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE