কী ভাবছেন রুটরা? ছবি রয়টার্স
পাহাড়প্রমাণ ৩৬৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছে ইংল্যান্ড। সোমবার শেষ দিনে তাদের তুলতে হবে ২৯১ রান। তবে বোলার ক্রিস ওকস মনে করছেন, এই টেস্ট জেতার ক্ষমতা তাঁদের রয়েছে। তাঁর মতে, শেষ দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ইংরেজ ব্যাটসম্যানরা। তবে আর এক বোলার মইন আলি কিছুটা সতর্ক। তাঁর মতে, ভারতের তুরুপের তাস হতে পারেন রবীন্দ্র জাডেজা।
রবিবার ম্যাচের পর ওকস বলেছেন, “গত কয়েক বছরে বিভিন্ন ফরম্যাটে এই দল দারুণ খেলেছে। দল হিসেবে আমরা কী করতে পারি সেটা কয়েক বছরের অভিজ্ঞতা থেকেই বোঝা যাবে। আমরা প্রত্যেকেই একটা বিশেষ জয়ের সাক্ষী হতে চাই। আমাদের বিশ্বাস রয়েছে যে এই টেস্ট জিততে পারি। আমাদের সেই ক্ষমতা রয়েছে। মাঠে গিয়ে শুধু পরিকল্পনা কাজে লাগাতে হবে।”
ওকসের মতো এতটা আত্মবিশ্বাসী নন মইন। তিনি বলেছেন, “যশপ্রীত বুমরার মতো বোলার যে কোনও মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তবে আমাদের সব থেকে বড় চিন্তা জাডেজাকে নিয়ে। উইকেট পাটা হয়ে গিয়েছে। স্পিনাররা এখানে দারুণ সাহায্য পাবে। জিততে গেলে আমাদের খুবই ভাল খেলতে হবে।”
India set England a mammoth 368 to win.
— Sony Sports (@SonySportsIndia) September 5, 2021
Hameed and Burns started well in their quest for victory.
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Thakur #Pant pic.twitter.com/wGYt5zjGyh
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy