রুটকে সাহায্য করতে এগিয়ে আসেন কোহালি। ছবি টুইটার
প্রথম টেস্টের প্রথম ইনিংসে জো রুটের অসাধারণ শতরানের দাপটে চাপে রয়েছে ভারত। চাপে অধিনায়ক বিরাট কোহালিও। কিন্তু মাঠে তাঁর আচরণ দেখে মুগ্ধ দর্শকেরা। রুটের পায়ের পেশিতে টান ধরার পর নিজেই ফিজিয়োর ভূমিকায় অবতীর্ণ হলেন।
তখন তৃতীয় সেশনে খেলা চলছিল। রবিচন্দ্রন অশ্বিনকে স্লগ সুইপ মেরে রান নিতে গিয়ে পায়ে টান ধরে রুটের। খোঁড়াতে খোঁড়াতে একসময় ডান পা ধরে তিনি বসে পড়েন।
অদূরে দাঁড়িয়ে থাকা কোহালি তৎক্ষণাত রুটকে সাহায্য করতে ছুটে আসেন। মাঠে বিপক্ষ দলের ফিজিয়ো আসার অপেক্ষা করেননি তিনি। সোজা রুটের পা তুলে নেন নিজের হাতে। মুড়িয়ে-বেঁকিয়ে টান ধরে থাকা পেশি শিথিল করেন।
#SpiritOfCricket at its very best 😊😊#INDvENG @Paytm | @imVkohli pic.twitter.com/vaEdH29VXo
— BCCI (@BCCI) February 5, 2021
শুধু ভারতই নয়, এই আচরণে মুগ্ধ ইংরেজ দর্শকরাও। প্রত্যেকেই কোহালির ‘স্পিরিট অফ ক্রিকেট’-এর প্রশংসা করেছেন। ভারতীয় বোর্ড ছাড়াও ঘটনার ভিডিয়ো টুইট করেছে ইংল্যান্ড বোর্ডও। নেটাগরিকরা লিখেছেন, শিষ্টাচার কাকে বলে তা দেখিয়ে দিলেন কোহালি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy