হোয়াইট হাউসে নিজের বাসভবনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে বৈঠক করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিন কয়েক ধরেই এই দুই রাষ্ট্রনেতার মধ্যে উত্তপ্ত বিবৃতি বিনিময় চলছিল। সেই আবহে ট্রাম্প-জ়েলেনস্কির বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলেই মত অনেকের। তাঁদের বৈঠকে অবশ্যই উঠে আসবে আমেরিকার সঙ্গে খনিজ বণ্টন চুক্তির প্রসঙ্গ। সেই সঙ্গে দীর্ঘ দিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার। সংবাদমাধ্যম সূত্রের খবর, বৈঠকে জ়েলেনস্কিকে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছনোর জন্য ইউক্রেনকে ‘সমঝোতা’ করতে হবে। যুদ্ধের অবসান করতে আমরিকা সব রকম সাহায্য করবেও আশ্বাস দিয়েছেন ট্রাম্প।
আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন নীতিতে কিছুটা বদল দেখা গিয়েছে। ইউক্রেনকে দেওয়া সামরিক সাহায্য কাটছাঁট করে আমেরিকা। ইউক্রেনের প্রেসিডেন্টের আপত্তি উড়িয়ে সৌদি আরবে যুদ্ধবিরতির জন্য রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প সরকারের আধিকারিকেরা। শুধু তা-ই নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য একপ্রকার জ়েলেনস্কিকেই দায়ী করেন ট্রাম্প। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘একনায়ক’ বলেও উল্লেখ করেছেন। তবে জ়েলেনস্কির সঙ্গে বৈঠক স্থির হওয়ার পরেই নিজের অবস্থান থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মুখেই শোনা যায় জ়েলেনস্কির ভূয়সি প্রশংসা।
আরও পড়ুন:
সম্প্রতি আমেরিকার সঙ্গে খনিজ বণ্টন চুক্তি চূড়ান্ত করতে রাজি হয়েছে ইউক্রেন। চলতি মাসের গোড়ায় মার্কিন সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজে আমেরিকার অগ্রাধিকারের চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন জ়েলেনস্কি। পরে অবশ্য রাজি হয়ে যান চুক্তিপত্র চূড়ান্ত করতে। শুক্রবারের বৈঠকে সেই খনিজ বণ্টন চুক্তি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কী আলোচনা হয়, সেটাই দেখার।