Advertisement
০৬ নভেম্বর ২০২৪
India vs England 2021

ইংল্যান্ড নয়, অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেই বেশি তৃপ্তি সিরিজ সেরা অশ্বিনের

অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনারের সংশাপত্র পেয়ে গিয়েছেন পন্থ। ভবিষ্যতে ভারতীয় দলে নিজের জায়গা যে তিনি পাকা করে ফেললেন তা বলাই যায়।

উইকেট নেওয়ার পর অশ্বিন।

উইকেট নেওয়ার পর অশ্বিন। ছবি: বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ১৯:১৪
Share: Save:

ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারাল ভারত। চেন্নাই থেকে আমদাবাদ, স্পিনের যাদুতে জো রুটদের সম্মোহিত করে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন। ৪ ম্যাচে নিলেন ৩২টি উইকেট। সিরিজ সেরার সম্মানও পেলেন। তার পরেও খুশি নন অশ্বিন। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ই এখনও মনে থেকে গিয়েছে তাঁর।

ভারতের কাছে এই সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় যেমন গুরুত্ব ছিল, তেমনই গুরুত্বপূর্ণ ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া। অশ্বিন বলেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমরা। এটা জরুরি ছিল। অস্ট্রেলিয়াতে জেতার পরেও চেন্নাইতে একটু পিছিয়ে থেকে শুরু করেছিলাম আমরা। সিরিজে বার বার কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। শেষ ৪ মাস ধরে টানা ক্রিকেট খেলে চলেছি।”

চেন্নাইতে দ্বিতীয় টেস্টে শতরান করেন অশ্বিন। তিনি বলেন, “শতরান করব ভাবতেই পারিনি। ব্যাট হাতে সেই ভাবে রান পাচ্ছিলাম না আগে। অস্ট্রেলিয়াতে প্রথম একাদশে সুযোগ পাব ভাবিনি। রবীন্দ্র জাডেজা চোট পেয়ে ছিটকে যাওয়ার পর কাঁধে বাড়তি দায়িত্ব এসে পড়ে। সেই দায়িত্ব পালন করতে পেরে আমি খুশি।”

কোন সিরিজ জিতে বেশি খুশি অশ্বিন? সিরিজ সেরার পুরস্কার নিয়ে বলেন, “যে কোনও সিরিজ জয়ই দারুণ আনন্দের। অস্ট্রেলিয়ার পরিস্থিতি আলাদা ছিল। ওই সিরিজ জয় ভোলা যাবে না।” ঋষভ পন্থের সম্বন্ধে অশ্বিন বলেন, “শেষ এক বছরে অনেক কিছু সহ্য করতে হয়েছে ওকে। কিংবদন্তিদের সঙ্গে বার বার ওর তুলনা করা হয়েছে। সব বাধা টপকে ও যে ভাবে এই সিরিজে উইকেটরক্ষণ করেছে তা অসাধারণ।”

অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনারের সংশাপত্র পেয়ে গিয়েছেন পন্থ। ভবিষ্যতে ভারতীয় দলে নিজের জায়গা যে তিনি পাকা করে ফেললেন তা বলাই যায়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE