উইকেটের পিছনে ক্রমাগত বকবক করেছেন পন্থ। ছবি টুইটার
যশপ্রীত বুমরার প্রথম ওভারেই রোরি বার্নসের ক্যাচ ফেলে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ঋষভ পন্থ। নেটাগরিকদের একাংশ তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন। কিন্তু অন্যদিকে, গোটা দিনে উইকেটের পিছনে পন্থের কাণ্ডকারখানা বিনোদন দিয়েছে দর্শকদের। উইকেটের পিছনে ক্রমাগত বকবক করে যাচ্ছিলেন পন্থ।
টুইটারে একাধিক ভিডিয়োয় পন্থের কাণ্ডকারখানা ধরা পড়েছে। কখনও তিনি রবিচন্দ্রন অশ্বিনকে বলছেন, “এ দিক থেকে হবে না, ও দিক থেকে বল করো।” কখনও বলছেন, “এ দিক থেকে ওকে আউট করি চলো। বেশ মজা হবে।” কখনও গোটা দলকে চাঙ্গা করতে পন্থ বলছেন, “ওকে এ ভাবে আউট করা যাবে না। আমাদের আরও পরিশ্রম করতে হবে। চলো একসঙ্গে ঝাঁপিয়ে প়ড়ি।”
তবে ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ের সময় পন্থের একটি মন্তব্যে হেসে খুন নেটাগরিকরা। পন্থ বলেছেন, “আমার নাম ওয়াশিংটন। আমি ডিসি-তে যেতে চাই।” সুন্দরের নামকে কায়দা করে ব্যবহার করে আমেরিকার রাজধানীর কথাই একটু মজা করে বলেছেন পন্থ।
#RishabhPant's hilarious stump mic comments on Day 1 of #INDvsENG
— Alee (@captions_master) February 5, 2021
"Mera naam hai Washington, mereko jana hai DC"😂@BCCI @englandcricket pic.twitter.com/Le5hYUyGUG
Rishabh Pant just doesn't stop.😀 " come on,come on bhai logon" well done, well done, keep it tight. Pujinder come on. Nads bahut badiya. Come on lads. Body language down kyun hain" #RishabhPant #INDvENG
— Meha Bhardwaj (@Bhardwajmeha) February 5, 2021
Appreciation tweet for Rishabh Pant who's been trying his heart out to keep the Indians motivated. He'd said 'body language down horaha hai, chalo boys!' When the pitch is offering nothing to bowlers, such players are the only solace. Cheer up boys, wicket soon! ♥️#INDvENG
— Aishu Haridas (@imaishu_) February 5, 2021
Rishab Pant is literally the only person who is motivating 10 men out there.
— Prajakta (@18prajakta) February 5, 2021
"Mera naam hai Washington
— Shubh Aggarwal (@shubh_chintak) February 5, 2021
Merko jana hai DC" - Rishabh Pant behind the stumps in Washington Sundar's over
😂😂😂 #INDvENG
নেটমাধ্যম থেমে নেই। টুইটারে কেউ লিখেছেন, “ঋষভ পন্থ হল একমাত্র ক্রিকেটারকে যে গোটা দলকে চাঙ্গা করার দায়িত্ব নিয়েছে।” কারওর মন্তব্য, “গোটা দলের চাঙ্গা করার জন্য পন্থের এই প্রয়াস তারিফযোগ্য।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy