Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Jos Buttler

দ্বিতীয় একদিনের ম্যাচে ছয় উইকেটে জয় পেল ইংল্যান্ড

বড় রান তাড়া করতে নামা ইংল্যান্ড শুরুটা করেছে ভাল ভাবেই। জেশন রয় ও জনি বেয়ারস্টো উইকেট হাতে রেখে রান তাড়া করতে চেষ্টা করছেন

দারুণ ব্যাট করছেন বেয়ারস্টো

দারুণ ব্যাট করছেন বেয়ারস্টো টুইটার

সংবাদ সংস্থা
পুণে শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ১৩:২০
Share: Save:

৪৩.৩ ওভার। ইংল্যান্ড ৩৩৭/৪। ২৭ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ইংল্যান্ড।

৪২ ওভার। ইংল্যান্ড ৩২৮/৪। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৯ রান।

৪০ ওভার। ইংল্যান্ড ৩১৭/৪। মাত্র ২০ রান ইংল্যান্ডের দরকার মাত্র ২০ রান।

৩৬.৪ ওভার। ইংল্যান্ড ২৮৭/৪। জস বাটলারকে ফেরালেন প্রসিদ্ধ কৃষ্ণ। ইয়র্কার বলে বোল্ড হন তিনি।

৩৬.১ ওভার। ইংল্যান্ড ২৮৭/৩। আউট বেয়ারস্টো। ১২৪ রানে ফিরলেন তিনি।

৩৫.২ ওভার। ইংল্যান্ড ২৮৫/২। ৯৯ রানে আউট হলেন স্টোকস।
৩১.১ ওভার। ইংল্যান্ড ২১৩/১। অর্ধ শতরান করলেন বেন স্টোকস। ৪০ বলে ৫০ করলেন তিনি।

৩০.১ ওভার। ইংল্যান্ড ২০০/১। কুলদীপের বলে ৬ মেরে শতরান করলেন বেয়ারস্টো।

২৮ ওভার। ইংল্যান্ড ১৮০/১। ৫ রান এল ওভার থেকে। ধীরে ধীরে লক্ষ্যে পৌছাছে ইংল্যান্ড।

২৫ ওভার। ইংল্যান্ড ১৬৭/১। ১ রান এল ওভার থেকে। উইকেটের খোঁজে ভারত।

২২ ওভার। ইংল্যান্ড ১৪২/১। ১২ রান এল এই ওভার থেকে। বেন স্টোকস ও বেয়ারস্টো ভাল খেলছেন।

১৯ ওভার। ইংল্যান্ড ১১৯/১। রয়ের উইকেট হারাতে হলেও সাবলীল ব্যারিং করছেন ব্যাট করছেন বেন স্টোকস

১৬.৩ ওভার। ইংল্যান্ড ১১০/১। রান আউট হলেন জেসন রয়। ৫৫ রান করে আউট হলেন তিনি।

১৬.১ ওভার। ইংল্যান্ড ১০৮/০। কুলদীপকে ছয় মেরে অর্ধ শতরান সম্পূর্ণ করলেন জনি বেয়ারস্টো।

১৬ ওভার। ইংল্যান্ড ১০২/০। শার্দূলের ওভার থেকে এল ১৫ রান। ১০০ পেরিয়ে গেল ইংল্যান্ড।

১৪.১ ওভার। ইংল্যান্ড ৮৩/০। জেসন রয়ের অর্ধ শতরান। অক্রমনাত্মক দুই ইংরেজ ওপেনার।
১৩ ওভার। ইংল্যান্ড ৬৮/০। উইকেটের খোঁজে ভারত। ভাল বল করেও উইকেট পাচ্ছেন না ভারতীয় বোলাররা।

১০ ওভার। ইংল্যান্ড ৫৯/০। আট রান এল এই ওভার থেকে। উইকেট দরকার ভারতের। বল করতে এলেন কুলদীপ।

৯ ওভার। ইংল্যান্ড ৫১/০। উইকেট পাচ্ছেন না ভারতীয় বোলাররা। ধীরে ধীরে নিজেদের আধিপত্য বিস্তার করছে ইংরেজরা।

৬ ওভার। ইংল্যান্ড ৩০/০। ২৮ বলে ২৫ রান করে ব্যাট করছেন জেসন রয়।

৩ ওভার। ইংল্যান্ড ৫/০। ধীরে শুরু করলেও উইকেট হাতে রেখে পরের দিকে রান তোলার চেষ্টা করছে ইংরেজরা।

ইংল্যান্ডের ইনিংস শুরু। ১ ওভার ইংল্যান্ড ৩/০। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভার থেকে এল ৩ রান।

৫০ ওভার। ভারত ৩৩৬/৫। রাহুল, পন্থের ব্যাটে ভর করে রানের পাহাড়ে ভারত।

৪৯.৫ ওভার। ভারত ৩৩৪/৫। ঝড়ো ইনিংস খেলে আউট হার্দিক পাণ্ড্য।



৪৯ ওভার। ভারত ৩২৭/৫। পাণ্ড্য ভাইদের মারমুখী ব্যাটিংয়ে বড় রানের দিকে এগোচ্ছে ভারত। ওভার থেকে এল ১৪ রান।
৪৬.৫ ওভার। ভারত ৩০৮/৫। আউট হলেন ঋষভ পন্থ। টম কারেনের বলে জেসন রয়ের হাতে ক্যাচ দেন তিনি।
৪৬.১ ওভার। ভারত ৩০০/৪। ৩০০ পেরল ভারতের রান।

৪৫ ওভার। ভারত ২৯৪/৪। দিশেহারা স্যাম কারেন। ওভারে ২১ রান দিলেন তিনি। তিনটি ছয় হয় তার ওভারে।
৪৪.৫ ওভার। ভারত ২৭১/৪। আউট হলেন কেএল রাহুল। টম কারেনের শর্ট বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১০৮ রান করে আউট হলেন তিনি।
৪৩.১ ওভার। ভারত ২৫৮/৩। শতরান করে ফেললেন কেএল রাহুল। বড় রানের দিকে এগোচ্ছে ভারত।
৪২ ওভার। ভারত ২৪৭/৩। চার মেরে নিজের অর্ধ শতরান করলেন ঋষভ পন্থ। ২২ রান এল ওভার থেকে। ৯৭ রানে ব্যাট করছেন রাহুল
৪১.৪ ওভার। ভারত ২৩৬/৩। কারেনের শর্ট বল পন্থের গায়ে লেগে বাটলারের হাতে গেলে আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে নট আউট হন পন্থ।
৩৯ ওভার। ভারত ২০৩/৩। ২০০ পেরল ভারত। ভাল ব্যাট করছেন পন্থ রাহুল
৩৮ ওভার। ভারত ১৯৪/৩। রশিদের শেষ বলে ৬ মারলেন পন্থ। বাজে বল পেলেই বড় শট খেলছেন ভারতের দুই ব্যাটসম্যান।
৩৫ ওভার। ভারত ১৭৩/৩। কোহলী ফিরলেও দলকে এগিয়ে নিয়ে চলেছেন রাহুল এবং পন্থ। মইন আলি ১০ ওভার বল করে দিলেন ৪৭ রান। তাঁর কড়া ১০ ওভারে মাত্র একটি চার মারতে পেরেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। উইকেট না পড়লেও ভারতের রানের গতি বেশ মন্থন। তবে ক্রিজে পন্থ আসায় সমর্থকরা আশা করতেই পারেন কিছু বড় শটের।

৩২ ওভার। ভারত ১৫৮/৩। রশিদের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন কোহলী। ব্যাট করতে নামলেন ঋষভ পন্থ।
৩০.১ ওভার। ভারত ১৪৩/২। অর্ধ শতরান করলেন রাহুলও। ৬৬ বলে ৫০ করলেন তিনি।
২৭ ওভার। ভারত ১২৬/২। অর্ধ শতরান করলেন বিরাট। ৬২ বলে ৫০ করলেন তিনি। রাহুল ব্যাট করছেন ৪৪ রানে।
২৪ ওভার। ভারত ১০৮/২। ৫ রান এল ওভার থেকে। অর্ধ শতরানের দোরগোড়ায় বিরাট।
২২.১ ওভার। ভারত ১০১/২। ১০০ পেরল ভারত।
১৯ ওভার। ভারত ৮৩/২। ধীরে ধীরে ভারতকে খেলায় ফেরাচ্ছেন বিরাট রাহুল জুটি।
১৬ ওভার। ভারত ৭২/২।
৬ রান এল টম কারেনের ওভার থেকে। ৩২ বলে ২৬ রানে ব্যাট করছেন বিরাট। ২২ বলে ১৪ রানে ব্যাট করছেন রাহুল।
১৩ ওভার। ভারত ৫০/২। ৩ রান এল এই ওভার থেকে। ভাল বল করছে ইংল্যান্ড।
১০ ওভার। ভারত ৪১/২। ক্রিজে রয়েছেন বিরাট ও কেএল রাহুল। এই ওভার থেকে এল ৪ রান।
৮.৪ ওভার। ভারত ৩৭/২। বড় সাফল্য ইংল্যান্ডের। আউট হলেন রোহিত শর্মা। স্যাম কারেনের বলে। লেগ স্ট্যাম্পের বল মারতে গিয়ে আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় ভারতের সহ অধিনায়ককে।
৮ ওভার। ভারত ৩৬/১। মারমুখী রোহিত। ওভার থেকে এল ১২ রান। ২৪ বলে ২৫ রানে ব্যাট করছেন রোহিত।
৬ ওভার।ভারত ১৮/১। ধীরে ধীরে উইকেটে মানিয়ে নিচ্ছেন বিরাট, রোহিত।

৪.২ ওভার। ভারত ১৩/১। বলে থুতু লাগানোর জন্য সতর্ক করা হল বেন স্টোকসকে।
৩.৫ ওভার। ভারত ৯/১। আউট হলেন শিখর ধওয়ন। টপলের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
২ ওভার। ভারত ৬/০। দ্বিতীয় ওভারেও এল ৩ রান। ধরে খেলছেন ভারতের দুই ব্যাটসম্যান রোহিত শর্মা ও শিখর ধওয়ন।
১ ওভার। ভারত ৪/০। প্রথম ওভারের শেষ বলে ৩ রান পেল ভারত।

টস। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন জস বাটলার।

শ্রেয়সের জায়গায় দলে এসেছেন ঋষভ পন্থ। ইংল্যান্ড দলে এসেছেন ডাউইড মালান ও লিয়াম লিভিংস্টোন। অভিষেক করছেন লিভিংস্টোন।

প্রথম একদিনের ম্যাচে ইংল্যন্ডকে হারনোর পর দ্বিতীয় একদিনের ম্যাচে শুক্রবার খেলতে নামবে ভারত। আঙুলের চোটের কারণে দলে নেই ইংল্যান্ড অধিনায়ক অইন মর্গ্যান। সিরিজের বাকি ২ ম্যাচে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। চোটের কারণে দলে নেই স্যাম বিলিংসও। প্রথম একদিনের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান দুই ক্রিকেটার। ভারতীয় শিবিরেও রয়েছে চোটের সমস্যা। কাঁধে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন শ্রেয়স আয়ার। তার জায়গায় দলে এসেছেন শুক্রবার জয় পেলেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলবেন বিরাট কোহলীরা। শেষ দুটি টি২০ ম্যাচ ও একটি একদিনের ম্যাচে টসে হারলেও ম্যাচে জয় পেয়েছে ভারত। তাই টসে হারা নিয়ে ভাবছেন না বিরাট।
তবে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড। টেস্ট, টি২০ সিরিজ হারতে হওয়ায় শেষ দুই একদিনের ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান ইংরেজ ক্রিকেটাররা।

অন্য বিষয়গুলি:

Virat Kohli Jos Buttler India vs England 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy