৯১ রানে আউট হয়ে ফিরলেন পন্থ। ছবি: টুইটার থেকে
তৃতীয় দিনের খেলা শেষ | ৭৪ ওভার | ভারত ২৫৭/৬ | অশ্বিন এবং ওয়াশিংটন দিনের শেষ অবধি ক্রিজে টিকে রইলেন। ইংল্যান্ডের থেকে ৩২১ রান পিছনে থেকে রবিবার শেষ করল ভারত। সোমবার সেই রানের কত কাছে পৌঁছতে পারে সেই দিকেই তাকিয়ে সমর্থকরা।
৭০ ওভার | ভারত ২৪৭/৬ | দিনের খেলার ৪ ওভার বাকি। এই সময় উইকেট হারাতে নারাজ ভারত। এখনও ৩৩১ রানে পিছিয়ে রয়েছেন অশ্বিনরা। সারাদিনে ২ দলের মিলিয়ে ৮ উইকেট পড়েছে। এই টেস্ট ম্যাচে যা সর্বাধিক।
৬৫ ওভার | ভারত ২৩৭/৬ | ক্রিজে টিকে থাকার মরিয়া চেষ্টা করছেন ভারতের ২ ব্যাটসম্যান। অশ্বিন এবং ওয়াশিংটন ২জনেই ব্যাট হাতে যথেষ্ট দক্ষ। চেন্নাইয়ের মাঠেও সেই প্রমাণ দিচ্ছেন তাঁরা।
৬০ ওভার | ভারত ২২৯/৬ | ধীরে ধীরে ফলো অনের দিকেই এগিয়ে চলেছে ভারত। এখনও ৩৪৯ রান পিছিয়ে ইংল্যান্ডের থেকে। ক্রিজে রয়েছেন অশ্বিন (২ রানে অপরাজিত) এবং ওয়াশিংটন (১৬ রানে অপরাজিত)।
উইকেট | আউট পন্থ। ভারতের ফলো অন বাঁচানোর আশা শেষ? বেসের বলে ক্যাচ তুললেন ৯১ রানে দাঁড়িয়ে থাকা পন্থ। চতুর্থ উইকেট নিলেন বেস।
৫৬ ওভার | ভারত ২২১/৫ | পূজারা ফিরতে ভারতের রান তোলার দায়িত্ব তুলে নিলেন ওয়াশিংটন (১৪ রানে অপরাজিত) এবং পন্থ (৮৭ রানে অপরাজিত)। শতরানের পথে এগিয়ে চলেছেন তরুণ উইকেটকিপার।
উইকেট | আউট পূজারা। দুর্ভাগ্যের শিকার হলেন ভারতীয় ব্যাটসম্যান। পূজারার মারা বল এক ফিল্ডারের গায় লেগে ক্যাচ ওঠে। বেসের বলে ক্যাচ নিলেন বার্নস। ১৪৩ বলে ৭৩ রান করেন পূজারা।
৪৭ ওভার | ভারত ১৭৭/৪ | জুটিতে ১০০ রানের গণ্ডি পার করলেন পূজারা-পন্থ।
৪৩ ওভার | ভারত ১৬৩/৪ | অফসাইডে ছবির মতো একটি ড্রাইভ করলেন পন্থ। পূজারার সঙ্গে ভারতের জন্য অক্সিজেন খুঁজছেন তরুণ উইকেটকিপার।
That will be Tea on Day 3 of the 1st Test.
— BCCI (@BCCI) February 7, 2021
An exciting final session awaits.
India 154/4 https://t.co/VJF6Q62aTS #INDvENG @Paytm pic.twitter.com/HJNuNIJAFU
চা বিরতি | ৪১ ওভার | ভারত ১৫৪/৪ | ভারতের হয়ে দ্রুত রান তুলছেন পন্থ। ইতিমধ্যেই ৮১ রানের জুটি গড়েছেন পূজারা (৫৩ রানে অপরাজিত) এবং পন্থ (৫৪ রানে অপরাজিত)।
পন্থ ৫০* | ৪০ বলে অর্ধশতরান পূর্ণ করলেন পন্থ। ইতিমধ্যেই ৪টি ছয় মেরেছেন তিনি। ইংল্যান্ড শিবিরে পাল্টা আক্রমণ পৌঁছে দিচ্ছেন তিনি।
পূজারা ৫০* | শেষ ৫ ইনিংসে ৪টি অর্ধশতরান পূজারার ঝুলিতে। ৪ মেরে চেন্নাইয়ের ৫০ পূর্ণ করেন পূজারা।
৩২ ওভার | ভারত ১০৭/৪ | এক ওভারে জোড়া ছয় মারলেন পন্থ। লিচের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মাঠের বাইরে পাঠিয়ে দেন বল। ১০০ রানের গণ্ডি পার করল ভারত।
৩১ ওভার | ভারত ৯২/৪ | সাজঘরে ফিরলেন বিরাট, রাহানেও। চাপ বাড়ছে ভারতের। ক্রিজে রয়েছেন পূজারা (৩৪ রানে অপরাজিত) এবং পন্থ (১১ রানে অপরাজিত)। এখনও ৪৮৬ রানে পিছিয়ে ভারত। আশঙ্কা দেখা দিচ্ছে ফলো অনেরও।
উইকেট | আউট রাহানে। রুটের নেওয়া দুরন্ত ক্যাচে ফিরলেন সহ-অধিনায়ক। ৪ উইকেট হারিয়ে ভারতীয় দল ধুঁকছে চেন্নাইয়ে।
উইকেট | আউট বিরাট। বেসের বলে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক। এখনও ছন্দ খুঁজে পেলেন না বিরাট (৪৮ বলে ১১ রান)।
OH WOW!!
— England Cricket (@englandcricket) February 7, 2021
Unbelievable from @DomBess99 🙌
Scorecard: https://t.co/oQ9PSp1zWK#INDvENG pic.twitter.com/M34mIINzGq
২০ ওভার | ভারত ৬৭/২ | লাঞ্চের পর ৬ ওভারে মাত্র ৮ উইকেট নিতে পেরেছে ভারত। শুভমন থাকার সময় যে গতিতে রান উঠছিল তা থমকে গিয়েছে পর পর উইকেট হারানোর ফলে। ক্রিজে রয়েছেন বিরাট (৯ রানের অপরাজিত) এবং পূজারা (২৩ রানে অপরাজিত)।
লাঞ্চ | ১৪ ওভার | ভারত ৫৯/২ | সামনে রানের পাহাড়। সেই রান টপকাতে হলে বিরাট এবং পূজারার ব্যাট থেকে বড় রান প্রয়োজন ভারতের। শুভমন (২৮ বলে ২৯ রান) বেশ কিছু ভাল শট খেললেও বড় রান করতে ব্যর্থ। রোহিতও (৯ বলে ৬ রান) ব্যর্থ হন রবিবার।
১২ ওভার | ভারত ৫৭/২ | ক্রিজে বিরাট (৩ রানে অপরাজিত) এবং পূজারা (১৯ রানে অপরাজিত)। ২ ভারতীয় ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন জফ্রা আর্চার।
উইকেট | আউট শুভমন। অ্যান্ডারসনের অসাধারণ ক্যাচে ফিরলেন শুভমন। ভারতের ২ ওপেনারই আউট।
India lose their second!
— ICC (@ICC) February 7, 2021
Shubman Gill was looking good, but has fallen to Jofra Archer.
Virat Kohli walks in 👀#INDvENG | https://t.co/gnj5x4GOos pic.twitter.com/W6qeFN9TdT
উইকেট | আউট রোহিত। ভারতকে শুরুতেই ধাক্কা দিলেন ইংরেজ পেসার আর্চার। তাঁর বলে উইকেটকিপার বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত।
শুরু ভারতের প্রথম ইনিংস।
Innings Break!
— BCCI (@BCCI) February 7, 2021
Ashwin picks up his third wicket and Anderson is clean bowled!
England all out for 578 in the first innings.
Scorecard - https://t.co/VJF6Q62aTS #INDvENG @Paytm pic.twitter.com/JMi535iSoY
১৯০.১ ওভার | ইংল্যান্ড ৫৭৮/১০ | চেন্নাইয়ের মাঠে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। রোহিত, শুভমনের থেকে ভাল শুরুর আশায় ভারতীয় সমর্থকরা।
উইকেট | আউট অ্যান্ডারসন। শেষ উইকেটটি নিলেন অশ্বিন।
That's wicket No.3 for @Jaspritbumrah93 🔥
— BCCI (@BCCI) February 7, 2021
Dom Bess departs for 34.
Live - https://t.co/VJF6Q62aTS #INDvENG @Paytm pic.twitter.com/UMxRCewWbP
উইকেট | আউট বেস। নতুন বল নিয়ে প্রথম বলেই উইকেট পেলেন বুমরা।
১৮৪ ওভার | ইংল্যান্ড ৫৬১/৮ | তৃতীয় দিনে ভারতের হয়ে বোলিং শুরু করেন অশ্বিন। দ্রুত উইকেট নিয়ে ব্যাট করতে নামতে চাইবেন বিরাটরা। সেই চেষ্টাই করছেন অশ্বিন, বুমরা।
তৃতীয় দিনের খেলা শুরু।
টেস্টের সব চেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে পারে রবিবার। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৫৫৫/৮। শেষ ২ উইকেট ফেলতে হবে ভারতকে। তার পর এই বিশাল রানের পিছনে ছুটতে হবে। যশপ্রীত বুমরারা কত তাড়াতাড়ি ইংল্যান্ডের শেষ ২ উইকেট নিতে পারে সেই দিকেই তাকিয়ে সমর্থকরা।
Welcome to Day 3 of the 1st Test. @Paytm #INDvENG pic.twitter.com/pBoWtkCQPx
— BCCI (@BCCI) February 7, 2021
এখনও অবধি ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, বুমরা, শাহবাজ নাদিম এবং রবিচন্দ্রন অশ্বিন। ওয়াশিংটনের দুর্ভাগ্য, রোহিত শর্মা তাঁর বলে একটি ক্যাচ ফেলেন এবং রিভিউ না থাকায় আউট হওয়া সত্ত্বেও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হন তিনি। ইংল্যান্ডের হয়ে সব চেয়ে বেশি রান করেছেন অধিনায়ক জো রুট। শততম ম্যাচে ২১৮ রানের ইনিংস খেলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy