আউটের আবেদন কোহালি ও পন্থের। ছবি: পিটিআই
স্কোরবোর্ড বলবে জ্যাক ক্রলির উইকেট নিয়েছেন অক্ষর পটেল। তবে সেই উইকেটের পিছনে কিছুটা কৃতিত্ব অবশ্যই দাবি করতে পারেন বিরাট কোহালি এবং ঋষভ পন্থ। বৃহস্পতিবার ইংরেজ ওপেনারকে ফাঁদে ফেলেছিলেন তাঁরাই।
প্রথম দিন অষ্টম ওভারে বল করছিলেন অক্ষর। চতুর্থ বল করার পর উইকেটের পিছন থেকে ক্রলির উদ্দেশে পন্থকে বলতে শোনা যায়, “কেউ একজন খুব রেগে যাচ্ছে।” কোহালি বলেন, “তুলে মারবে এ বার, তৈরি থাকো।” অক্ষরের পঞ্চম বলটি সত্যিই ক্রিজ ছেড়ে এগিয়ে গিয়ে মারেন ক্রলি। ক্যাচ নেন মহম্মদ সিরাজ। ইংরেজ ওপেনারকে ফিরতে হয় সাজঘরে।
৩০ বলে ৯ রান করেন ক্রলি। ইংল্যান্ডের রান তখন ২ উইকেট হারিয়ে ১৫। তাঁর এমন হঠকারিতা ইংল্যান্ডকে বড় বিপদে ফেলতে পারতো। বেন স্টোকসদের সৌজন্যে ২০৫ রান করে ইংল্যান্ড। সেই রান তারা করতে নেমে প্রথম দিনে ভারতের স্কোর ছিল ২৪/১। দ্বিতীয় দিনের শুরুতে ফিরে গিয়েছেন চেতেশ্বর পূজারা এবং কোহালি।
7.4 overs - Rishabh Pant "someone is getting angry now".
— Team India 2.0 (@teamindia2_0) March 4, 2021
7.5 overs - Crawley hits the aerial shot coming down the track and gets out.#IndvEng #ENGvIND pic.twitter.com/8nKE8slOHJ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy