কোহলীকে টপকালেন রুট। ফাইল ছবি
আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় আরও নেমে গেলেন বিরাট কোহলী। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট টপকে গেলেন তাঁকে। ব্যাটসম্যানদের তালিকায় কোহলী এখন রয়েছেন পঞ্চম স্থানে। বোলারদের তালিকায় প্রথম দশে ফিরলেন যশপ্রীত বুমরা।
নটিংহ্যামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেছিলেন রুট। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি। এই পারফরম্যান্সের জেরে ৪৯ রেটিং পয়েন্ট পেয়ে তিনি টপকে গেলেন কোহলীকে। রুট এখন রয়েছেন চতুর্থ স্থানে। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দুই এবং তিনে যথাক্রমে স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন।
বোলারদের তালিকায় উন্নতি হয়েছে যশপ্রীত বুমরার। প্রথম টেস্টে দু’ইনিংস মিলিয়ে ১১০ রানে নয় উইকেট নেওয়ায় ক্রমতালিকায় নয় নম্বরে উঠে এসেছেন তিনি। বোলারদের তালিকায় সব থেকে উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তারপরে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
In the latest @MRFWorldwide ICC Men's T20I Player Rankings:
— ICC (@ICC) August 11, 2021
🥇 Shakib Al Hasan reclaims the No.1 all-rounder spot
📈 Fast bowler Mustafizur Rahman storms into the top 10
↗️ Australia spinner Ashton Agar moves up to No.7
Full list: https://t.co/uR3Jx2jJ5V pic.twitter.com/sWFrtWDY5Z
টি২০ অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের শাকিব আল-হাসান এক নম্বর স্থান ফিরে পেয়েছেন। এর আগে ২০১৭ সালে এক নম্বরে উঠেছিলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy