Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Ravichandran Ashwin

৫ উইকেট, ১০৬ রান, বিরল নজির রবিচন্দ্রন অশ্বিনের

অশ্বিন প্রথম বার এই কৃতিত্ব অর্জন করেন ২০১১ সালে। মুম্বইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে তিনি ১০৩ রান করেন এবং ৫ উইকেট নেন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:০১
Share: Save:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ১০৬ রান। টেস্টে এই নিয়ে ৩ বার ইনিংসে ৫ উইকেট নেওয়া ও শতরান করার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন।

এখনও পর্যন্ত বিশ্বের মাত্র ২৩ জন ক্রিকেটারের এই কৃতিত্ব আছে। সবথেকে বেশিবার এই কৃতিত্ব অর্জন করেছেন ইংল্যান্ডের ইয়ান বথাম, ৫ বার। এর পরেই রয়েছেন অশ্বিন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের স্যর গারফিল্ড সোবার্স, পাকিস্তানের মুসতাক মহম্মদ, দক্ষিণ আফ্রিকার জাক কালিস এবং বাংলাদেশের শাকিব আল হাসানের ২ বার করে এই কৃতিত্ব আছে।

অশ্বিন প্রথম বার এই কৃতিত্ব অর্জন করেন ২০১১ সালে। মুম্বইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে তিনি ১০৩ রান করেন এবং ৫ উইকেট নেন। এরপর ২০১৬ সালে সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই নর্থ সাউন্ডে ১১৩ রান করেন এবং ৭ উইকেট নেন। ফের এই কৃতিত্ব অর্জন করেন চলতি চেন্নাই টেস্টে।

দক্ষিণ আফ্রিকার জিমি সিনক্লেয়ার প্রথম এই কৃতিত্ব অর্জন করেন ১৮৯৯ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০৬ রান করেন এবং ৬ উইকেট নেন।

অন্য বিষয়গুলি:

india BCCI England Ravichandran Ashwin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE