জৈব বলয় ভেঙে মাঠে ঢোকার চেষ্টা করে এক দর্শক। সেখান থেকেই বিতর্কের ফাইল চিত্র
করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসতেই দেশের মাটিতে শুরু হয়ে গেল ক্রিকেট। দর্শকদের জন্যও খুলে গিয়েছে স্টেডিয়ামের দরজা। এই পরিস্থিতিতে অনিচ্ছাকৃত ভাবে হলেও বিতর্কে জড়িয়ে গেল চিপকের নাম। কারণ এবার এক দর্শকের বিরুদ্ধে জৈব বলয় ভাঙার অভিযোগ উঠল। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্ন ভোজের বিরতির সময় এক দর্শক মাঠে ঢুকে যাওয়ার চেষ্টা করে। সেই সময় মাঠে অনুশীলন করছিলেন দুই দলের রিজার্ভ বেঞ্চের একাধিক ক্রিকেটার।
শোনা যাচ্ছে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্র বেড়া টপকে মাঠে ঢুকে পড়ার চেষ্টা করেছিল। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও ভাইরাসের দাপট এখনও রয়েছে। তাই প্রতিটি ব্লকে একাধিক নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল। সঙ্গে ছিল একাধিক পুলিশ কর্মী। এরপরেও সেই ছেলেটি মাঠে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিল। তবে একেবারে শেষ মুহূর্তে তাকে পুলিশ ধরে ফেলে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy