কোন পথে এল হার। খুঁজতে চাইছেন রাহুল, রোহিত, বিরাট। ছবি পিটিআই
দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে জয় পেল ইংল্যান্ড। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান জস বাটলার। প্রথম থেকে মন্থর গতিতে খেলা শুরু করেন ভারতের দুই ওপেনার। তবে শিখর ধওয়ান ৪ রান করে ফেরেন টপলের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে।
রোহিত শর্মা ২৫ বলে ২৫ রান করে আউট হন স্যাম কারেনের বলে রশিদের হাতে ক্যাচ দিয়ে। বিরাট কোহলী এবং কে এল রাহুল এরপর ইনিংস সামাল দেন। ৭৯ বলে ৬৬ করেন বিরাট। রাহুল ১১৪ বলে করেন ১০৮ রান। ৪০ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ঋষভ পন্থ। শেষ দিকে হার্দিক পাণ্ড্য ও ক্রুণাল পাণ্ড্যর ব্যাটে ভর করে ৩৩৬ রান তোলে ভারত।
ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের বল মাঠের বাইরে পাঠাতে থাকেন দুই ইংরেজ ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৫২ বলে ৫৫ রান করে আউট হন রয়। বেয়ারস্টো করেন ১১২ বলে ১২৪ রান। স্টোকস মাত্র ৫২ বলে ৯৯ রান করে আউট হন। অভিষেক করা লিভিংস্টোন অপরাজিত থাকেন ২১ বলে ২৭ রান করে। অধিনায়ক বাটলার যদিও খাতা খুলতেই পারেননি।
২৭ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংরেজরা। রবিবারের ম্যাচই ঠিক করে দেবে সিরিজে কারা জয় পাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy