৬৯ টেস্টে রাহানের সংগ্রহ ৪৪৭১ রান। ছবি: টুইটার থেকে
মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বেই অভিষেক ঘটেছিল অজিঙ্ক রাহানের। সেই ধোনিকেই টপকে যাওয়ার সুযোগ রয়েছে রাহানের সামনে। টেস্টে ভারতীয়দের মধ্যে সব চেয়ে বেশি রানের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন ধোনি। সেই জায়গায় আসতে পারেন অজিঙ্ক রাহানে।
৯০ টেস্টে ধোনির সংগ্রহ ৪৮৭৬ রান। তাঁর থেকে ৪০৫ রান দূরে রয়েছেন রাহানে। ৬৯ টেস্টে তাঁর সংগ্রহ ৪৪৭১ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজে ৪০৬ রান করতে পারলেই তালিকায় ১৩ নম্বরে চলে আসবেন ভারতের সহ-অধিনায়ক। টেস্টে ১২টি শতরান এবং ২২টি অর্ধশতরান রয়েছে রাহানের। ভারতকে ৫টি টেস্টে নেতৃত্বও দিয়েছেন তিনি।
ভারতের হয়ে টেস্টে সব চেয়ে বেশি রান সচিন তেন্ডুলকরের (১৫৯২১ রান)। দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁর এক সময়ের সতীর্থ রাহুল দ্রাবিড় (১৩২৬৫ রান)। তৃতীয় স্থানে থাকা সুনীল গাওস্করের সংগ্রহ ১০১২২ রান। এই তালিকায় বিরাট কোহালি রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর সংগ্রহ ৭৩১৮ রান। এই বছর ৮ হাজার রানের মাইলফলক টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।
৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। ৪ টেস্টের সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা ঘরের মাঠে নিজেদের রানের সংখ্যা বাড়িয়ে নিতে চাইবেন নিঃসন্দেহে। এখন দেখার কোন কোন মাইলফলক স্পর্শ করতে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy