আগ্রাসী মেজাজে ধওয়ন। ছবি টুইটার থেকে নেওয়া।
এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। বিরাট কোহালির দল ২ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল। একইসঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ২-০ ফলে দখল করলেন কোহালি-বাহিনী। যা হয়ে উঠল ওয়ানডে সিরিজ হারার বদলা। সিরিজের তৃতীয় ম্যাচ মঙ্গলবার সিডনিতেই।
টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে তুলেছিল ১৯৪ রান। জবাবে ১৯.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত (১৯৫-৪)। ম্যাচের সেরা হার্দিক।
১৯.৪ ওভার: শেষ ওভারে স্যামসের প্রথম বলে এল ২। দ্বিতীয় বলে হার্দিক মারলেন ৬। শেষ ৪ বলে দরকার ৬ রান। পরের বলে রান এল না। চতুর্থ বলে ছয় মেরে জেতালেন হার্দিক (২২ বলে নট আউট ৪৪)।
That's as clutch as they come from Hardik Pandya! 💥💥💥
— cricket.com.au (@cricketcomau) December 6, 2020
Final scorecard: https://t.co/KEpZrVTqWs#AUSvIND pic.twitter.com/hbf5u37gqP
১৯ ওভার: হার্দিকের দাপটে ভারত পৌঁছল ১৮১ রানে। শেষ ওভারে ভারতের চাই ১৪ রান।
১৮ ওভার: ৪ উইকেটে ১৭০ রানে দাঁড়িয়ে ভারত। ১২ বলে চাই ২৫। জাম্পার ওভারে এল ১২ রান।
১৬.১ ওভার: বড় ধাক্কা। ফিরলেন বিরাট কোহালি (২৪ বলে ৪০)। ১৪৯ রানে পড়ল চতুর্থ উইকেট। কোহালির ক্যাচ ধরলেন উইকেটকিপার ম্যাথু ওয়েড।
What a time to get wicket No.1 - and what a player to get too! Bravo Daniel Sams!
— cricket.com.au (@cricketcomau) December 6, 2020
Watch the finish on @FoxCricket and @kayosports: https://t.co/KEpZrVTqWs pic.twitter.com/k5aMKGWJ4G
১৬ ওভার: ভারত ১৪৯-৩। ২৪ বলে চাই ৪৬।
১৫ ওভার: উঠল ১৮ রান। ৩ উইকেটে ১৪১ ভারতের। বিরাট কোহালিকে দেখাচ্ছে চেজমাস্টারের মতে। সঙ্গে আছেন হার্দিক পান্ড্য। ৩০ বলে দরকার ৫৪ রান।
১৩.৪ ওভার: পড়ল তৃতীয় উইকেট। তুলতে গিয়ে সোজা লং-অফে ক্যাচ দিলেন সঞ্জু স্যামসন (১০ বলে ১৫)। দলীয় ১২০ রানে ফিরলেন তিনি।
১১.২ ওভার: মারতে গিয়ে ফিরলেন শিখর (৩৬ বলে ৫২)। জাম্পার বলে দিলেন ক্যাচ। ৯৫ রানে পড়ল দ্বিতীয় উইকেট।
১০.৪ ওভার: শিখরের পঞ্চাশ। যা এল ৩৪ বলে। ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে।
Dhawan's 50 comes up off 34 balls #AUSvIND pic.twitter.com/nAC4dTrGaL
— cricket.com.au (@cricketcomau) December 6, 2020
FIFTY!
— BCCI (@BCCI) December 6, 2020
That's a well made half-century from @SDhawan25 off 34 deliveries.
Live - https://t.co/HlRQEpMWw8 #AUSvIND pic.twitter.com/p7mXfKRmq3
৯ ওভার: ১ উইকেটে ৮১ ভারতের। ক্রিজে শিখর ধওয়ন (৪২) ও বিরাট কোহালি (৬)।
৫.২ ওভার: ফিরলেন লোকেশ রাহুল (২২ বলে ৩০)। টাইয়ের বলে ডিপ পয়েন্টে ক্যাচ দিলেন তিনি। ৫৬ রানে পড়ল ভারতের প্রথম উইকেট। তার আগে ৪.৫ ওভারে পঞ্চাশ পূর্ণ করেন রাহুল-শিখর।
Good catch on the rope from Swepson and Tye's got his first wicket!
— cricket.com.au (@cricketcomau) December 6, 2020
Live #AUSvIND: https://t.co/L1KY15FYnb pic.twitter.com/63DphVx7BU
A fine 50-run partnership comes up between #TeamIndia openers @klrahul11 & @SDhawan25
— BCCI (@BCCI) December 6, 2020
Live - https://t.co/HlRQEpMWw8 #AUSvIND pic.twitter.com/ERyQPGgqQD
৪ ওভার: ম্যাক্সওয়েলের ওভারে এল ১৯ রান। বিনা উইকেটে ভারত ৪৩।
৩ ওভার: বোর্ডে উঠল ২৪ রান। অ্য়ান্ড্রু টাই নো-বল করার পরই গতি পেল ইনিংস। ফ্রিহিটে ছয় মারলেন রাহুল।
১ ওভার: ধীরে-সুস্থে শুরু করল ভারত। উঠল ৫ রান।
ওপেন করতে নামলেন লোকেশ রাহুল ও শিখর ধওয়ন। বল হাতে তৈরি বাঁ-হাতি পেসার ড্যানিয়েল স্যামস।
Innings Break!
— BCCI (@BCCI) December 6, 2020
Australia get up to 194 after 20 overs.#TeamIndia chase coming up shortly. Stay tuned!
Scorecard - https://t.co/HlRQEpMWw8 #AUSvIND pic.twitter.com/PXrXoCEufI
অস্ট্রেলিয়ার ইনিংসকে গতি দিয়েছিলেন অধিনায়ক ম্য়াথু ওয়েড। তাঁর ৫০ এসেছিল মাত্র ২৫ বলে। প্রধানত তাঁর দাপটেই বড় রানের ভিত গড়েছিল অজিরা। ওয়েড (৩২ বলে ৫৮) ফেরার পর স্টিভ স্মিথ (৩৮ বলে ৪৬) টানলেন দলকে। এক সময় মনে হচ্ছিল, দুশোর ওপাশে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু ৩ রানের ফারাকে স্মিথ ও মোজেস অনরিক্সকে ফিরিয়ে ম্যাচে ফেরে ভারত। যদিও শেষ ওভারে ওঠে ১৭ রান।
ভারতীয় বোলারদের মধ্যে সেরা নটরাজন। ৪ ওভারে দিলেন মাত্র ২০ রান। নিলেন ২ উইকেট। তাঁকে মাত্র একবারই সীমানায় পাঠাতে পেরেছেন বিপক্ষ ব্যাটসম্যানরা। তবে হতাশ করলেন যুজভেন্দ্র চহাল (১-৫১) ও দীপক চাহার (০-৪৮)।
Australia finish their 20 overs on 5-194!
— cricket.com.au (@cricketcomau) December 6, 2020
SCORECARD: https://t.co/KEpZrVTqWs#AUSvIND pic.twitter.com/2uS08Zdkkb
২০ ওভার: অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে তুলল ১৯৪। টি-টোয়েন্টি সিরিজ জেতার জন্য ভারতের প্রয়োজন ১৯৫। মার্কাস স্টোয়নিসের ৭ বলে ১৬ রানের ইনিংসই দুশোর কাছাকাছি পৌঁছে দিল অস্ট্রেলিয়াকে। দীপক চাহারের শেষ ওভারে উঠল ১৭ রান। তিনি ৪ ওভারে দিলেন ৪৮ রান।
১৮.৩ ওভার: নটরাজনের বলে আউট মোজেস অনরিক্স (২৬)। উইকেটকিপার লোকেশ রাহুলকে ক্যাচ দিলেন তিনি। ডিআরএস নিয়েছিলেন মোজেস। কিন্তু লাভ হয়নি। ১৭১ রানে পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া। নটরাজন নিলেন তাঁর দ্বিতীয় শিকার।
১৭.৫ ওভার: ফিরলেন স্টিভ স্মিথ (৩৮ বলে ৪৬)। যুজভেন্দ্র চহালের বলে তাঁর ক্যাচ ধরলেন হার্দিক পান্ড্য। অবশ্য হার্দিকের হাত থেকেও ক্যাড পড়ে যাচ্ছিল। ১৬৮ রানে চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
Chahal strikes and Smith departs for 46.
— BCCI (@BCCI) December 6, 2020
Live - https://t.co/WI62tVqCtK #AUSvIND pic.twitter.com/1HAzppJp9t
১৭ ওভার: ৩ উইকেটে অস্ট্রেলিয়া তুলেছে ১৫৯। ক্রিজে স্টিভ স্মিথ (৪০) ও মোজেস অনরিক্স (২০)।
১২.৪ ওভার: আউট গ্লেন ম্যাক্সওয়েল (২২)। শার্দূল ঠাকুরের বলে ওয়াশিংটন সুন্দরকে ক্যাচ দিলেন তিনি। ১২০ রানে তৃতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। ক্রমশ লড়াইয়ে ফিরছে ভারত।
১২ ওভার: ২ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১১ রান। ক্রিজে স্টিভ স্মিথ (১৭) ও গ্লেন ম্যাক্সওয়েল (২২)।
What a calamity! #AUSvIND pic.twitter.com/2NeeTB4ixT
— cricket.com.au (@cricketcomau) December 6, 2020
৮ ওভার: ৭৫ রানে দ্বিতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। ঝোড়া ইনিংস খেলে ফিরলেন অধিনায়ক ম্যাথু ওয়েড। ওয়াশিংটন সুন্দরের বলে তিনি সহজ ক্যাচ দিয়েছিলেন বিরাট কোহালিকে। কোহালি ক্যাচ ফেললেও বল পাঠান উইকেটকিপারের দিকে। ওয়েড (৩২ বলে ৫৮) তখন ক্রিজের বাইরে।
Australia have lost a BIG WICKET!
— ICC (@ICC) December 6, 2020
Kohli-Rahul combine to run Matthew Wade out on 58.
Follow #AUSvIND 👉 https://t.co/nx5gcgFRRa pic.twitter.com/wystzAJhmO
How easy is captaincy? 😅
— cricket.com.au (@cricketcomau) December 6, 2020
A 25-ball 50 for Matthew Wade #AUSvIND pic.twitter.com/iosEH4pwtP
৪.৩ ওভার: ৪৭ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। ফিরলেন ডার্সি শর্ট (৯)। নটরাজনের বলে তাঁর ক্যাচ দুর্দান্ত ভাবে ধরলেন শ্রেয়াস আইয়ার।
৪ ওভার: ৪৬ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক ম্যাথু ওয়েড বিধ্বংসী ছন্দে।
১ ওভার: দীপক চাহারের ওভারে উঠল ১৩ রান।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিল ভারত। মাঠের একটা প্রান্তের বাউন্ডারি ছোট। যা রান তাড়া করার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল ভারত অধিনায়ক বিরাট কোহালিকে।
ভারতীয় দলে তিনটি পরিবর্তন হয়েছিল। বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ শামিকে। তাঁর জায়গায় দলে এসেছিলেন শার্দূল ঠাকুর। রবীন্দ্র জাডেজা মাথায় বল লাগায় নেই, তাঁর জায়গায় প্রথম এগারোয়া এসেছিলেন যুজভেন্দ্র চহাল। আর মণীশ পাণ্ডের কনুইয়ে চোটের কারণে দলে এসেছিলেন শ্রেয়াস আইয়ার।
আরও পড়ুন: ব্যর্থ ঋদ্ধি-সহ ২ ওপেনার, রাহানের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল ভারত এ
আরও পড়ুন: কাশ্যপ, প্রণয় কোভিড পজিটিভ
অস্ট্রেলিয়া দলেও হয়েছিল পরিবর্তন। অ্যারন ফিঞ্চ খেলছেন না। তাঁর জায়গায় নেতৃত্ব দিচ্ছেন ম্যাথু ওয়েড। দলে এসেছেন ড্যানিয়েল স্যামস। তাঁর অভিষেক হল। খেলছেন অ্যান্ড্রু টাই। দলে নেই মিচেল স্টার্ক ও জোস হ্যাজেলউড।
৩ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে ১-০ ফলে। রবিবার সিডনিতে জিতলে টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরবে বিরাট কোহালির দল।
We are back at the SCG and all set for the 2nd T20I.
— BCCI (@BCCI) December 6, 2020
Will you bat first or bowl? #AUSvIND #TeamIndia pic.twitter.com/QXx5Q946S6
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy