টানা তিন ম্যাচেই হাফ-সেঞ্চুরি, বিশ্বকাপের আগে ভরসা দিল ধোনির ব্যাট। ছবি: এএফপি।
অ্যাডিলেডের পর মেলবোর্ন। ফের ‘ফিনিশার ধোনি’ জেতালেন দলকে। শুধু ম্যাচ জেতানোই নয়, একদিনের সিরিজও জেতালেন তিনি। এবং হলেন সিরিজের সেরা। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের ক্রিকেটে ১০০০ রান করে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি।
অনেক সমালোচনা চলছিল এমএসডির। ২০১৮ ভাল যায়নি। একবারও পঞ্চাশ পার করতে পারেননি। মাঝের ওভারগুলোয় যাচ্ছিলেন আটকে। খুচরো রান নিতে পারছিলেন না। বড় শট মারতে পারছিলেন না। সমালোচনা ক্রমশ বাড়ছিল। বিশ্বকাপের ভাবনা থেকে তাঁকে বাদ দেওয়ার দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। সেই আবহেই ধোনির টানা তিন একদিনের ম্যাচে পঞ্চাশ রীতিমতো তাৎপর্যের।
মাথায় রাখতে হবে, সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে ৫১ করলেও খেলেছিলেন ৯৬ বল। স্ট্রাইক রেট ছিল ৫৩.১২। ডট বলের সংখ্যা ছিল ষাটেরও বেশি। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল প্রবল চর্চা। যা অ্যাডিলেডে থামিয়ে দিয়েছিলেন শেষ ওভারে জিতিয়ে। ৫৪ বলে অপরাজিত থিলেন ৫৫ রানে। মেলবোর্নের ইনিংস অবশ্য আরও মাহাত্ম্যের। কারণ, এখানে তিনিই মূলত টানলেন। মন্থর হয়ে পড়া উইকেটে চার নম্বরে নেমে তিনি বোঝালেন, বিশ্বকাপের দলে তাঁর থাকা কত জরুরি। ১১৪ বলে ৮৭ রানের ইনিংসে থাকল ছয় বাউন্ডারি। সবচেয়ে জরুরি হল, টিম ম্যানেজমেন্টের রাখা আস্থাকে পূর্ণ মর্যাদা দিলেন সিরিজের সেরা হয়ে।
আরও পড়ুন: আবার ধোনি, টেস্টের পর একদিনের সিরিজও জিতে ইতিহাস ভারতের
আরও পড়ুন: ‘সচিনকে সম্মান জানিয়েই বলছি, কোহালিই একদিনের ক্রিকেটে গ্রেটেস্ট’
Most man of the series by an Indian in ODIs:
— Broken Cricket (@BrokenCricket) January 18, 2019
15 - Sachin
7 - Kohli
7 - Yuvraj
7 - Ganguly
7 - Dhoni
"I am happy to bat at any number. The important thing is where the team needs me. I can't say I can't bat at No. 6 after playing 14 years"
— MS Dhoni Fans Official (@msdfansofficial) January 18, 2019
- MS Dhoni (Man of the Series) #AUSvIND #MSDhoni #Dhoni pic.twitter.com/JVG0w4lrNg
অস্ট্রেলিয়ার মাটিতে চতুর্থ ভারতীয় হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ১০০০ রানের জন্য ধোনির প্রয়োজন ছিল আরও ৩৪ রান। এদিনের ইনিংসে সেই লক্ষ্যে পৌঁছে গেলেন তিনি অনায়াসেই। এর আগে ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকর, বিরাট কোহালি ও রোহিত শর্মার পর টিম ইন্ডিয়ার হয়ে হাজার রান করেছিলেন ওয়ানডে ফরম্যাটে। সেই তালিকায় যুক্ত হলেন ধোনি।
Australia had their chances but it was the wily veteran MS Dhoni who proved too good once again: https://t.co/hi2lEayRx8 #AUSvIND pic.twitter.com/SYQl3xlPgP
— cricket.com.au (@cricketcomau) January 18, 2019
No more debate on Dhoni. How to calculate, which bowler to target & in which over, how to handle pressure , Dhoni is the best player in the world. But if he is tired because of the heat, rest him for the NZ tour. Well Done MSD
— Makarand Waingankar (@wmakarand) January 18, 2019
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy