ভারতের দুরন্ত জয়ে উচ্ছ্বসিত প্রাক্তনরাও। ছবি: এফপি
চোটের জন্য বিপর্যস্ত ভারতীয় দল যেন ফিনিক্স পাখির মতো বার বার ফিরে এল এই সিরিজে। ৩৬ রানে অল আউট থেকে ঘুরে দাঁড়িয়ে মেলবোর্নে জয়। একের পর এক ক্রিকেটার চোটের জন্য ছিটকে গিয়েছিলেন দল থেকে। তার পরেও খেলা ছেড়ে দেয়নি ভারত। যাঁরা ছিলেন তাঁদের দিয়েই লড়াই চালিয়ে গিয়েছিল দল। এসেছে সাফল্যও।
ভারতের জয় উচ্ছ্বসিত ভিভ রিচার্ডস। তিনি টুইট করে লেখেন, ‘শুধু শুধু টেস্ট ক্রিকেটকে ভালবাসা হয় না। দুর্দান্ত ম্যাচ। জয়ের জন্য অভিনন্দন ভারতীয় দলকে আর অস্ট্রেলিয়াকে অভিনন্দন এমন সিরিজ উপহার দেওয়ার জন্য।’ নরেন্দ্র মোদী লেখেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটারদের সাফল্যে আমরা আনন্দিত। অভিনন্দন দলকে।’ সচিন তেন্ডুলকর লেখেন, ‘প্রতিটা সেশনে আমরা নতুন হিরো খুঁজে পেয়েছি। যতবার আমরা মার খেয়েছি ততবার ঘুরে দাঁড়িয়েছি। অন্যতম সেরা সিরিজ জয়।’
You don't just play & love test cricket for nothing.
— Sir Vivian Richards (@ivivianrichards) January 19, 2021
Brilliant game. Congratulations India on the win, & Australia for a great series! #Testcricket #AUSvIND
EVERY SESSION WE DISCOVERED A NEW HERO.
— Sachin Tendulkar (@sachin_rt) January 19, 2021
Every time we got hit, we stayed put & stood taller. We pushed boundaries of belief to play fearless but not careless cricket. Injuries & uncertainties were countered with poise & confidence. One of the greatest series wins!
Congrats India. pic.twitter.com/ZtCChUURLV
We are all overjoyed at the success of the Indian Cricket Team in Australia. Their remarkable energy and passion was visible throughout. So was their stellar intent, remarkable grit and determination. Congratulations to the team! Best wishes for your future endeavours.
— Narendra Modi (@narendramodi) January 19, 2021
গুগলের সিইও সুন্দর পিচাই অভিনন্দন জানান ভারতীয় দলকে। সব বাধা অতিক্রম করে ভারতের এই জয়কে সাধুবাদ জানিয়েছেন তিনি। ভারতের এই জয় উচ্ছ্বসিত জয় শাহও। দলকে ৫ কোটি টাকা উপহার হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি বোর্ডের পক্ষ থেকে।
One of the greatest test series wins ever. Congrats India and well played Australia, what a series #INDvsAUS
— Sundar Pichai (@sundarpichai) January 19, 2021
Those long hugs from team mates to #RishabhPant after the win narrates the entire story
— Irfan Pathan (@IrfanPathan) January 19, 2021
This is historical..Perhaps the biggest victory overseas..Incredible turn around #TeamIndia .. So much of grit & determination from the young squad..Test cricket at it's best. #INDvsAUS
— Abir Chatterjee (@itsmeabir) January 19, 2021
Congratulations Team India for an exemplary performance, winning against all odds and creating history...truly Champions 👏 #INDvsAUS pic.twitter.com/1tNTttez9V
— Akshay Kumar (@akshaykumar) January 19, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy