সাইনি, শুভমনের সঙ্গে রোহিত। ছবি: টুইটার থেকে
মঙ্গলবার গাব্বার মাঠের জয় বেশ কিছু দিন আচ্ছন্ন করে রাখবে রোহিত শর্মাদের। চোটে জর্জরিত ভারতীয় দল যে গাব্বায় জিততে পারে, সেটা টেস্টের পঞ্চম দিন সকালেও অনেকে ভাবেননি। ভারতীয় দল তবু ড্রয়ের জন্য নয়, ম্যাচ জেতার জন্যই খেলল। এই নির্ভয়ে খেলাটাই উপভোগ করেছেন দলের ওপেনার রোহিত।
চোটের কারণে প্রথম দুটো টেস্টে খেলতে পারেননি ‘হিট ম্যান’। তৃতীয় ম্যাচ থেকে নেমে এই সিরিজে তাঁর সংগ্রহ ১২৯ রান। পৃথ্বী শ, ময়াঙ্ক আগরওয়ালরা যখন ওপেন করতে নেমে দলকে ভরসা দিতে পারছিলেন না, শুভমন গিলকে সঙ্গে নিয়ে তিনি দলের ভীতটা গড়ে দিয়েছিলেন শুরুতেই। রোহিত টুইট করে লেখেন, ‘অপূর্ব অনুভূতি এই অবিস্মরণীয় দলের জন্য। সব রকম বাধা আমরা অতিক্রম করেছি। সবাই নির্ভয়ে খেলেছে। কোনওদিন ভোলা যাবে না এই ম্যাচ।’
প্রথম টেস্টের পর বিরাট কোহালি যখন দেশে ফিরে এলেন, সকলে চেয়েছিলেন রোহিত যাতে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন। কিন্তু চোট, কোয়রান্টিন পর্ব সেটা হতে দেয়নি। অপেক্ষা করতে হয় তৃতীয় টেস্ট পর্যন্ত। নিজের দায়িত্ব পালনে ভুল করেননি রোহিত। শেষ ইনিংসে বড় রান না পেলেও অন্য ওপেনার শুভমন সেই ব্যর্থতা ঢেকে দিয়েছিলেন। গাব্বার মাঠে প্রথম জয়ের সৌরভ ছড়িয়ে দিয়েছিলেন তিনিই।
An indescribable feeling for an indestructible team. No matter what hardships came our way we made it through. Everyone played fearlessly and it was truly a treat to watch. A game to remember forever. @BCCI pic.twitter.com/kMuXBTEbkK
— Rohit Sharma (@ImRo45) January 19, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy