Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Team India

ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে চলে এল ভারত

কে এগিয়ে, কে পিছিয়ে? কোন ২ দল যাবে ফাইনালে? দেখে নেওয়া যাক।

টেস্টের বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে ভারত।

টেস্টের বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে ভারত। ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ২১:১০
Share: Save:

টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের লিগ তালিকায় শীর্ষে ভারত। গাব্বায় জিতে ভারতের জয় ৭১.৭%। ১৩ ম্যাচে ৯টি টেস্টে জয় পেয়েছে ভারত। তাদের পয়েন্ট ৪৩০। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। কে এগিয়ে, কে পিছিয়ে? কোন ২ দল যাবে ফাইনালে? দেখে নেওয়া যাক।

ভারতের কাছে হারের ফলে অস্ট্রেলিয়া এখন ৩ নম্বরে। তাদের ফাইনালে যাওয়া বেশ কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারত ২-০ সিরিজ জিতলেই ফাইনালের জায়গা পাকা। সেই সিরিজে একটি ম্যাচে হারলে জিততে হবে ৩-১। শেষ ৮ বছরে ঘরের মাঠে ৩৪টি টেস্ট খেলে মাত্র ১টি হেরেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে খুব কঠিন হবে বলে মনে হচ্ছে না সিরিজ জয়।

লিগের ২ নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ৪২০ পয়েন্ট নিয়ে ভারতের ঠিক পরেই রয়েছে কিউইরা। ১১টি ম্যাচে ৭টি টেস্ট জয় তাদের। ভারতের সঙ্গে ফাইনালে যাওয়ার সম্ভবনা রয়েছে নিউজিল্যান্ডেরও।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ভারত ছাড়াও সুযোগ রয়েছে ইংল্যান্ডের। তবে বেশ কঠিন হবে তাদের ফাইনালের পথ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের পর ভারতের বিরুদ্ধে ৩-০ জয় প্রয়োজন তাদের। ২-২ ফল হলেও ফাইনালের আশা ত্যাগ করতে হবে ইংল্যান্ডকে।

অন্য বিষয়গুলি:

Team India ICC World Test Championship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE