Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Rohit Sharma

টানা ৮ বছর ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন রোহিত

চলতি বছরের ১৯ জানুয়ারি বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৯ করেছিলেন রোহিত। সেটাই এই বছর একদিনের ম্যাচে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ রান।

টানা ধারাবাহিক থেকেছেন রোহিত শর্মা। —ফাইল চিত্র।

টানা ধারাবাহিক থেকেছেন রোহিত শর্মা। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ১৬:৪১
Share: Save:

ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন রোহিত শর্মা। এই নিয়ে পর পর ৮ বছর। আর সেটাও এল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ না খেলেই।

চলতি বছরের ১৯ জানুয়ারি বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৯ করেছিলেন রোহিত। যা এ বার এই ফরম্যাটে কোনও সর্বোচ্চ ব্যাটসম্যানের সর্বাধিক স্কোর। দ্বিতীয় সর্বোচ্চ রান হল হার্দিক পাণ্ড্যর ৯২। যা বুধবারই ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় এক দিনের ম্যাচে এসেছে।

২০১৩ সালে রোহিতের ২০৯ ছিল কোনও ভারতীয়ের এই ফরম্যাটে সর্বোচ্চ স্কোর। তার পর থেকে হিটম্যানের সর্বোচ্চ স্কোরগুলো এমন— ২০১৪ সালে ২৬৪, ২০১৫ সালে ১৫০, ২০১৬ সালে অপরাজিত ১৭১, ২০১৭ সালে অপরাজিত ২০৮, ২০১৮ সালে ১৫২, ২০১৯ সালে ১৫৯ ও ২০২০ সালে ১১৯।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয়া রেকর্ড হার্দিক-জাডেজার​

আরও পড়ুন: এক যুগে এই প্রথম, বছরে একটাও ওডিআই সেঞ্চুরি নেই বিরাটের​

রোহিত যদিও এখন চোটের জন্য ভারতীয় দলে নেই। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। ১১ ডিসেম্বর তাঁর ফিটনেস টেস্ট হবে। ফলে ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে তাঁর অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাঁর চোট নিয়ে স্বচ্ছতার অভাবের কথা প্রকাশ্যে বলেছেন অধিনায়ক বিরাট কোহালিও।

অন্য বিষয়গুলি:

Rohit Sharma India Cricket India vs Australia ODI NCA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy