অ্যাডিলেডে ভারতীয় বোলারদের দাপট। ছবি: সোশ্যাল মিডিয়া
দিনের খেলা শেষ | ৬ ওভার | ভারত ৯/১ | দ্বিতীয় দিনের শেষে ভারত লিড ৬২ রানের। ক্রিজে ময়াঙ্ক এবং বুমরা।
৫ ওভার | ভারত ৭/১ | শেষবেলায় খেলতে নেমে ফের ব্যর্থ পৃথ্বী। তাঁর ব্যাট ও পায়ের মাঝখানের ফাঁক দিয়েই বল উইকেট পাঠালেন কামিন্স। তিনি আউট হতে বুমরাকে রাত প্রহরী হিসেবে নামায় ভারত। অনুশীলন ম্যাচে তাঁর হাফ সেঞ্চুরি ব্যাটসম্যান হিসেবে ভরসা তৈরি করেছে দলে।
উইকেট | আউট পৃথ্বী। দ্বিতীয় ইনিংসেও একই ভাবে আউট হলেন তিনি। কামিন্সের বলে ৪ রান করে বোল্ড হলেন পৃথ্বী।
শুরু ভারতের দ্বিতীয় ইনিংস।
৭২.১ ওভার | অস্ট্রেলিয়া ১৯১ | ৫৩ রানে লিড নিল ভারত। অশ্বিন নিলেন ৪ উইকেট। উমেশের ঝুলিতে ৩ এবং বুমরা নিলেন ২ উইকেট। শামি উইকেট না পেলেও দারুণ বল করলেন তিনিও।
উইকেট | আউট হ্যাজেলউড। উমেশের বলে ৮ রান করে আউট তিনি।
৭০ ওভার | অস্ট্রেলিয়া ১৭৮/৯ | শেষ উইকেটে হ্যাজেলউডকে (৮ রানে অপরাজিত) সঙ্গে নিয়ে লড়ছেন পেন (৬০ রানে অপরাজিত)। দ্রুত শেষ উইকেট ফেলে বড় লিড নিতে চাইবে ভারত।
উইকেট | আউট লায়ন। ৪ উইকেট অশ্বিনের। ২১ বলে ১০ রান করে ফিরলেন লায়ন। লড়ছেন অধিনায়ক পেন।
পেন ৫০* | অস্ট্রেলিয়ার আশা এখন অধিনায়ক। ৬৮ বলে হাফ সেঞ্চুরি করলেন তিনি।
উইকেট | আউট স্টার্ক। রান আউট হলেন তিনি। ১৬ বলে ১৫ রান করে আউট স্টার্ক।
৬০ ওভার | অস্ট্রেলিয়া ১৩৮/৭ | ফের ক্যাচ ফেললেন ঋদ্ধি। যদিও বেশ কঠিন ছিল এবার। অনেকটা বাউন্ডারির দিকে দৌড়েও শেষ অবধি পৌঁছতে পারলেন না তিনি।
৫৫ ওভার | অস্ট্রেলিয়া ১১৫/৭ | চা বিরতির পর ফিরেও ভারতীয় বোলারদের দাপট অব্যাহত। ৭ উইকেট হারিয়ে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। ক্রিজে রয়েছেন পেন (৩০ রানে অপরাজিত) এবং এখনও একটিও বল না খেলা স্টার্ক।
উইকেট | আউট কামিন্স। একই ওভারে জোড়া উইকেট নিলেন উমেশ। কামিন্স ফিরলেন কোনও রান না করেই। উমেশের বলে তাঁর ক্যাচ নিলেন রাহানে।
উইকেট | আউট লাবুশানে। সাফল্য উমেশের। হাফ সেঞ্চুরির মুখ থেকে লাবুশানেকে ফেরালেন তিনি। ১১৯ বলে ৪৭ করলেন লাবুশানে।
চা বিরতি | ৪৮ ওভার | অস্ট্রেলিয়া ৯২/৫ | শেষ দ্বিতীয় সেশনের খেলা। ম্যাচে এগিয়ে রইল ভারত। লাবুশানে এবং পেনের উইকেট পেলেই ভেঙে যাবে অস্ট্রেলিয়ার প্রতিরোধ। অস্ট্রেলিয়ার মন্থর ব্যাটিং চিন্তায় রাখবে দলকে।
৪৫ ওভার | অস্ট্রেলিয়া ৮৪/৫ | সবে নামা অধিনায়ক পেনকে (৪ রানে অপরাজিত) নিয়ে লড়ছেন লাবুশানে (৪৩ রানে অপরাজিত)। রান আটকে রেখে উইকেট নিয়ে যাচ্ছে ভারতীয় বোলাররা। এখনও অবধি ২ উইকেট পেয়েছেন বুমরা এবং ৩ উইকেট নিয়েছেন অশ্বিন।
উইকেট | আউট গ্রিন। অভিষেক ম্যাচে ব্যাট করতে নামা গ্রিনকে ফেরালেন অশ্বিন। মাত্র ১১ রান করে ফিরলেন তিনি। ৩ উইকেট অশ্বিনের। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দুরন্ত ক্যাচ তুলে নিলেন বিরাট।
What a catch from Virat Kohli!
— ICC (@ICC) December 18, 2020
R Ashwin picks up his third 🙌#AUSvIND | #WTC21 pic.twitter.com/21B9ah0uXD
৪০ ওভার | অস্ট্রেলিয়া ৭৯/৪ | চাপে অস্ট্রেলিয়া। উইকেট না পেলেও শামির বলে স্বচ্ছন্দ নয় অস্ট্রেলিয়া। অশ্বিনের বল খেলতে অসুবিধা হচ্ছে অজিদের।
৩৫ ওভার | অস্ট্রেলিয়া ৬৬/৪ | পর পর উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া। অশ্বিনের স্পিনমন্ত্রে ম্যাচে ফিরে এল ভারত।
উইকেট | আউট হেড। ফের উইকেট নিলেন অশ্বিন। নিজের বলে নিজেই ক্যাচ নিলেন তিনি। ব্যাকফুটে অস্ট্রেলিয়া।
৩০ ওভার | অস্ট্রেলিয়া ৫৯/৩ | উইকেট ধরে রাখার চেষ্টায় ছিলেন স্মিথ। জানতেন টিকে থাকতে পারলে রান আসবে। কিন্তু তাঁর পরিকল্পনায় জল ঢেলে দিলেন অশ্বিন। বল করতে এসে প্রথম ওভারেই উইকেট নিলেন ভারতীয় স্পিনার। বার বার জীবন পেয়ে তা কাজে লাগানোর চেষ্টায় লাবুশানে (৩৭ রানে অপরাজিত)। সঙ্গে ক্রিজে রয়েছেন ট্রাভিস হেড (৩ রানে অপরাজিত)।
উইকেট | আউট স্মিথ। বড় উইকেট পেলেন অশ্বিন। ২৯ বলে ১ রান করে আউট স্মিথ। রাহানের হাতে ক্যাচ দিলেন তিনি।
Huge wicket for India!
— ICC (@ICC) December 18, 2020
Steve Smith falls for one after surviving a run-out in the same over off R Ashwin. #AUSvIND | #WTC21 pic.twitter.com/tMhKBXKiMn
২৫ ওভার | অস্ট্রেলিয়া ৪১/২ | ডিনারের পর শামি, বুমরার আক্রমণ জারি। এখনও স্বচ্ছন্দ নন স্মিথ, লাবুশানে। চাপ তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ার ওপর। ইতিমধ্যেই খারাপ ফিল্ডিংয়ের নিদর্শন রাখলেন পৃথ্বী শ। লাবুশানের সহজ ক্যাচ ফেললেন তিনি। দ্বিতীয়বার জীবন পেলেন লাবুশানে।
ডিনার | ১৯ ওভার | অস্ট্রেলিয়া ৩৫/২ | প্রথম সেশনে ২ দল মিলিয়ে পড়ল ৬ উইকেট। ২ ওপেনারকে ডিনারের আগে ফিরিয়ে দিতে পেরেছে ভারত। বুমরা বল হাতে ২ উইকেট নিলেন। ক্যাচ না ফেললে ৩ উইকেটও পেয়ে যেতে পারতো ভারত।
উইকেট | আউট বার্নস। দ্বিতীয় ওপেনারকেও ফেরালেন বুমরা। এবারেও রিভিউ নিয়েও লাভ হল না অস্ট্রেলিয়ার। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রইল। ভারতকে ম্যাচে ফিরিয়ে আনলেন বুমরা।
১৫ ওভার | অস্ট্রেলিয়া ২০/১ | বুমরার বলে প্রথম উইকেটের স্বাদ পেল ভারত। ওপেনিং জুটি ভাঙলেন তিনি। ক্রিজে এলেন লাবুশানে। এসেই ক্যাচ দিয়েছিলেন ঋদ্ধিকে। যদিও তাঁর হাতের তলা দিয়ে গোলে যায় সেই বল।
"That's a poor piece of keeping, not to get anything on it." - Ricky Ponting
— 7Cricket (@7Cricket) December 18, 2020
Saha dives over the top of a Labuschagne edge... #AUSvIND pic.twitter.com/dEpGdGinmH
উইকেট | আউট ওয়েড। প্রথম উইকেট নিলেন বুমরা। উইকেটে বল রাখতেই পেলেন সাফল্য। এলবিডবলু অজি ওপেনার ওয়েড (৫১ বলে ৮ রান)।
১০ ওভার | অস্ট্রেলিয়া ১২/০ | বুমরা, উমেশ এবং শামি, ভারতের ২ পেসার এখনও অবধি উইকেট তুলতে ব্যর্থ। শুরুতেই যে ধাক্কা অস্ট্রেলিয়া দিতে পেরেছিল, ভারতের পক্ষে এখনও তা সম্ভব হয়নি। রান সেই ভাবে না তুলতে পারলেও উইকেটে টিকে রয়েছেন ২ অস্ট্রেলীয় ওপেনার ম্যাথু ওয়েড (৬ রানে অপরাজিত) এবং জো বার্নস (৫ রানে অপরাজিত)। প্রথম ৯ ওভারে বুমরা এবং উমেশ উইকেটের বাইরেই বল করে গেলেন।
Have India wasted the first nine overs with the new ball? 🤔 #AUSvIND pic.twitter.com/bhyuU68XmR
— 7Cricket (@7Cricket) December 18, 2020
৫ ওভার | অস্ট্রেলিয়া ৫/০ | উইকেটে টিকে থাকার চেষ্টা করছেন ২ অস্ট্রেলীয় ওপেনার। যে জুটি নিয়ে চিন্তায় ছিল বিপক্ষ, এখনও তাঁদের ফেরাতে পারেনি ভারতীয় পেসাররা। ভারতের হয়ে প্রথম ওভার করেন উমেশ যাদব।
শুরু অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
৯৩.১ ওভার | ভারত ২৪৪ | ভারতের প্রথম ইনিংস শেষ। দ্বিতীয় দিনে ভারত যোগ করল মাত্র ১১ রান।
উইকেট | আউট শামি। কামিন্স শেষ উইকেট নিলেন ভারতের।
৯৩ ওভার | ভারত ২৪৪/৯ | দ্বিতীয় দিনের শুরুতেই পর পর উইকেট হারিয়ে বিপাকে ভারত। কামিন্স এবং স্টার্কের বিধ্বংসী বলে দিশেহারা ভারতের টেলএন্ডাররা।
"Tailenders are going to play their shots regardless of where the fields are." - Ricky Ponting
— 7Cricket (@7Cricket) December 18, 2020
Umesh Yadav:#AUSvIND pic.twitter.com/rVC1kL2RFi
উইকেট | আউট উমেশ। ৪ উইকেট নিলেন স্টার্ক।
উইকেট | আউট ঋদ্ধি। কিপারের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরলেন দ্বিতীয় ওভারেই। ২৬ বলে ৯ রান করেন ঋদ্ধি।
উইকেট | আউট অশ্বিন। দ্বিতীয় দিনের প্রথম ওভারেই কামিন্সের বলে আউট হলেন তিনি। ২০ বলে ১৫ রান করেন অশ্বিন।
অ্যাডিলেডে প্রথম দিনের শেষে অ্যাডভ্যান্টেজ অস্ট্রেলিয়া। সারাদিনে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলেছে ভারত। অধিনায়ক বিরাট কোহালির রান আউট ভারতের হাত থেকে ম্যাচের রাশ তুলে দিয়েছে আয়োজক দেশের হাতে। দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন ঋদ্ধিমান সাহা এবং রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের বহু যুদ্ধের নায়ক জাহির খান বলছিলেন, “পিচ দেখে মনে হয়নি এত কম রান উঠবে। ২১ ওভার বল করেছে অস্ট্রেলিয়ার স্পিনার ন্যাথান লায়ন, তবুও সেই ভাবে রান করতে পারেনি ভারত।” চেতেশ্বর পূজারার মন্থর ইনিংস নিয়েও প্রশ্ন ওঠে ম্যাচের শেষে। যদিও তিনি তাতে কান দিতে নারাজ। তবে সকলেরই মত, পূজারার ইনিংস নয় বিরাটের আউটই টার্নিং পয়েন্ট। এই ম্যাচ হেরে গেলে সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে বোধ হয় নিজেকে ক্ষমা করতে পারবেন না কখনওই।
দ্বিতীয় নতুন বল মাত্র ৯ ওভার পুরনো। বৃহস্পতিবার বেশ সুইং করতে দেখা গিয়েছিল সেই বল। শুক্রবার সেই সুইং সামলে ঋদ্ধি, অশ্বিন ভারতকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সেই দিকেই তাকিয়ে ভারত।
Team talk☑️
— BCCI (@BCCI) December 18, 2020
Fast bowlers group☑️
Let's do this. 💪 pic.twitter.com/FT45w8G1sf
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy