Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
ISL 2024-25

বকেয়ার দাবিতে বিদ্রোহ মহমেডান ফুটবলারদের

মাঠের মধ্যে ছড়িয়ে রয়েছে বল। সাজানো রয়েছে অনুশীলনের নানা রকম সরঞ্জামও। অথচ ফুটবলাররাকেউ মাঠে নামছেন না!

বিধ্বস্ত: ফুটবলারদের অপেক্ষায় চের্নিশভ।

বিধ্বস্ত: ফুটবলারদের অপেক্ষায় চের্নিশভ। ছবি: সুদীপ্ত ভৌমিক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৬:০২
Share: Save:

আইএসএলে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে মহমেডান স্পোর্টিংয়ে বিদ্রোহ ফুটবলারদের! মঙ্গলবার বিকেলে যুবভারতীর অনুশীলন মাঠে সহকারীদের সঙ্গে থমথমে মুখে দাঁড়িয়ে রয়েছেন কোচ আন্দ্রে চের্নিশভ। মাঠের মধ্যে ছড়িয়ে রয়েছে বল। সাজানো রয়েছে অনুশীলনের নানা রকম সরঞ্জামও। অথচ ফুটবলাররাকেউ মাঠে নামছেন না!

সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-কে আগের ম্যাচে হারিয়ে চমক দেওয়া মহমেডানে হঠাৎ কী হল? রাগে গজগজ করতে করতে ড্রেসিংরুমে ঢোকার আগে ভানলালজ়ুইডিকা চাকচুয়াক বললেন, ‘‘বকেয়া না মেটালে আমরা অনুশীলনেই নামব না।’’ মহমেডান ফুটবলারদের অভিযোগ, প্রত্যেকেরই দু’মাসের বেশি বেতন বকেয়া রয়েছে। বাকি রয়েছে তাঁদের অ্যাপার্টমেন্টের ভাড়াও। টানা ব্যর্থতায় এত দিন মুখ বুজে ছিলেন ফুটবলাররা। অপেক্ষা করছিলেন জয়ে ফেরার। বেঙ্গালুরু-কে হারানোর পরেই তাই আর দেরি না করে তাঁরা বিদ্রোহ ঘোষণা করলেন। সূত্রের খবর, শুধু ফুটবলারদেরই নয়, বকেয়া না মেটানোয় টিম বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন চালক। মঙ্গলবার তাঁকে কিছু অর্থ দিয়ে কোনও মতে পরিস্থিতি সামলানো হয়।

চেন্নাইয়িন ম্যাচের আগে ফুটবলারদের বিদ্রোহ থামাতে আসরে নামেন মহমেডানের চিফ এগজিকিউভ অফিসার (সিইও) রজত মিশ্র। রুদ্ধদ্বার ড্রেসিংরুমে এক ঘণ্টা বৈঠক করেন তিনি। প্রতিশ্রুতি দেন বুধবার সকালের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার। সূত্রের খবর, ক্ষুব্ধ ফুটবলারদের কেউ কেউ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ম্যাচের আগে বকেয়া না মেটানো হলে খেলবেন না। এর পরেই অনুশীলনে নামেন মিরজালল কাশিমভ-রা।

প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে মহমেডানের ফুটবলাররা কি আদৌ চেন্নাইয়িন ম্যাচে মনঃসংযোগ করতে পারবেন? তার উপরে অস্বস্তি বাড়াচ্ছে আলেক্সিস গোমেসের চোট। মহমেডান কোচ অবশ্য আশাবাদী। তিনি বলছেন, ‘‘আমরা যেমন ব্যর্থতা ভুলে এগিয়েছি, তেমনই বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়কে ভুলে যেতে হবে।’’

আজ আইএসএলে: মহমেডান বনাম চেন্নাইয়িন এফসি (কিশোর ভারতী স্টেডিয়াম সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮ নেটওয়ার্কে সম্প্রচার)।

অন্য বিষয়গুলি:

ISL 2024-25 Mohammedan SC Chennaiyin FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy