বিরাটের আউটের মুহূর্ত। ছবি: সোশ্যাল মিডিয়া
প্রথম দিনের খেলা শেষ | ৮৯ ওভার | ভারত ২৩৩/৬ | ঋদ্ধি এবং অশ্বিন অপরাজিত ভাবেই শেষ করলেন দিনের খেলা। শুক্রবার তাঁদের দিকেই তাকিয়ে থাকবে ভারত। তাঁদের ব্যাটেই কাল লড়াইয়ের রান তুলতে হবে দলকে।
৮৫ ওভার | ভারত ২০৭/৬ | শেষবেলায় একের পর এক উইকেট হারিয়ে চাপে ভারত। বিরাট, রাহানে ইনিংস ভাঙতেই ভারতীয় দল যেন ভেঙে পড়ল। ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান (২ রানে অপরাজিত) এবং অশ্বিন (৪ রানে অপরাজিত)।
উইকেট | আউট হনুমা। এলবিডবলু হলেন তিনি। একের পর এক ভারতীয় ব্যাটসম্যানের পা খুঁজে নিচ্ছেন অজি পেসাররা। হ্যাজেলউডের বলে ২৫ বলে ১৬ রান করে ফিরলেন হনুমা।
উইকেট | আউট রাহানে। বিরাটের পর ফিরলেন তিনিও। স্টার্কের বলে এলবিডবলু হলেন রাহানে। ৯২ বলে ৪২ করে ফিরলেন তিনি।
নতুন বল নেওয়া হল।
Here we go, new ball time! Starc to get first crack with about 40 minutes remaining #AUSvIND pic.twitter.com/YOYzcSRv42
— 7Cricket (@7Cricket) December 17, 2020
৮০ ওভার | ভারত ১৯৩/৪ | বহু যত্নে গড়ে তোলা পার্টনারশিপ ভেঙে গেল নিজেদের ভুলে। রাহানের এই ভুলের মাশুল ভারতকে দিতে হয় কি না সেটাই দেখার। শতরানের পথে এগোচ্ছিলেন বিরাট।
উইকেট | আউট বিরাট। রান আউট হলেন ভারত অধিনায়ক। রাহানে রান নেওয়ার জন্য ডেকেও, শেষ মুহূর্তে মত বদল করেন। ক্রিজে ফেরার মতো পরিস্থিতি ছিল না ভারত অধিনায়কের কাছে। ১৮০ বলে ৭৪ করে ফিরলেন তিনি।
Huge blow ☝️
— ICC (@ICC) December 17, 2020
A mix-up has cost Virat Kohli his wicket, for 74! Australia strike only minutes before the second new ball becomes available!
How big a moment is this? 👀#AUSvIND pic.twitter.com/7d2S5TsROb
৭৫ ওভার | ভারত ১৭৮/৩ | বিরাট (৭২ রানে অপরাজিত) এবং রাহানের (৩৪ রানে অপরাজিত) ব্যাটে ভর করে এগিয়ে চলেছে ভারত। ২ অভিজ্ঞ ব্যাটসম্যানের ৭৮ রানের পার্টনারশিপে স্বস্তি ভারতীয় শিবিরে। দিনের শেষ অবধি টিকে থেকে দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে ২জনে সেই দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেটফ্যানেরা।
৬৫ ওভার | ভারত ১৪০/৩ | অধিনায়কের হাফ সেঞ্চুরি কিছুটা স্বস্তি এনে দিল ভারতীয় শিবিরে। রাহানেকে এখনও খুব একটা স্বচ্ছন্দ দেখাচ্ছে না এখনও। ৪৯ বলে ১৮ করলেও লায়নের বল বুঝতে তাঁর অসুবিধা হচ্ছে বার বার। অন্য প্রান্তে বিরাট খেলছেন আপন ছন্দে। মাঠ, বল, বোলার যে বড় ব্যাটসম্যানদের কাছে খুব পার্থক্য গড়ে দেয় না বোঝা যাচ্ছে তাঁকে দেখে। ১৪৩ বলে ৫৪ করেছেন তিনি।
বিরাট ৫০* | ১২৩ বলে ৫০ করলেন বিরাট। গোলাপি বলে তাঁর দ্বিতীয় হাফ সেঞ্চুরি।
FIFTY!
— BCCI (@BCCI) December 17, 2020
A hard fought half-century for @imVkohli. This is his 23rd in Test cricket. Keep going, Skip!
Live - https://t.co/dBLRRBSJrx #AUSvIND pic.twitter.com/XTUhDg7Aok
চা বিরতি | ৫৫ ওভার | ভারত ১০৭/৩ | দ্বিতীয় সেশনের শেষে এগিয়ে রইল অস্ট্রেলিয়াই। মাত্র ৩ উইকেট পড়লেও মন্থর গতিতে রান তুলছে ভারত। ক্রিজে সেট হয়েও উইকেট হারালেন পূজারা। তাঁর মন্থর ব্যাটিং ভারতের উইকেট আটকে রাখলেও আউট হতেই রানের অভাব বুঝতে পারছে ভারত। অধিনায়ক বিরাট (৩৯ রানে অপরাজিত) এবং সবে নামা সহ-অধিনায়ক রাহানের (২ রানে অপরাজিত) ওপর এখন দায়িত্ব দিনের খেলার শেষে দ্রুত রান তুলে নেওয়া।
উইকেট | আউট পূজারা। ১৬০ বলে ৪৩ রান করে আউট হলেন তিনি। লায়নের বলে লাবুশানের হাতে ক্যাচ দিলেন। মাঠের আম্পায়ার আউট না দিলেও, রিভিউ নেয় অস্ট্রেলিয়া। তাতে দেখা যায় বল ব্যাটে লেগেছে।
৪৭ ওভার | ভারত ৮৮/২ | ২ অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যানই প্রচুর বল খেলে ফেলেছেন। পূজারা খেলেছেন ১৪৬ বল, করেছেন ৩১ রান। অন্যদিকে ৯৭ বল খেলে বিরাট করেছেন ৩৪ রান। কিন্তু রানের গতি বাড়ছে না। এখনও ওভারে ২ রানের কম করে তুলছে ভারত। দ্রুত রান তুলতে না পারলে পরের দিকে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। তবে অভিজ্ঞ ২ ব্যাটসম্যান ক্রিজে থাকলে পরের দিকেও রান আসবে। কিন্তু ক্রিজে তিকে থাকতে হবে তাঁদের। ৫০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন তাঁরা।
৪০ ওভার | ভারত ৭১/২ | লায়নের বলে ৪ মেরে বিরাট রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও তা খুব বেশি স্থায়ী হল না। লায়ন ৫ ওভারে দিলেন মাত্র ১০ রান। ক্রিজে পড়ে থেকে ১৩৩ বলে ২৮ রান করেছেন পূজারা। বিরাট করেছেন ৬৭ বলে ২১ রান।
Fifth successive 5⃣0⃣-plus partnership between Virat Kohli and Cheteshwar Pujara in Australia 🙌
— ICC (@ICC) December 17, 2020
Both look solid at the crease 💪#AUSvIND | #WTC21 pic.twitter.com/egZVKhkges
৩২ ওভার | ভারত ৬০/২ | দ্বিতীয় সেশনে স্পিনার নেথন লায়নকে দেখা গেল বল করতে। ভারতের ২ অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিজে টিকে থাকার দিকে নজর দিয়েছেন। ওভার প্রতি ২ রানেরও কম গতিতে রান উঠছে ভারতের। উইকেটে থাকার সঙ্গে রান না তুলতে পারলে বিপদ বাড়তে পারে।
ডিনার | ২৫ ওভার | ভারত ৪১/২ | প্রথম সেশনের শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। ২ ওপেনার পৃথ্বী এবং ময়াঙ্ককে হারিয়ে চাপে ভারত। লড়াই করছেন পূজারা (১৭ রানে অপরাজিত) এবং বিরাট (৫ রানে অপরাজিত)।
18* runs from 100 balls 👀
— ICC (@ICC) December 17, 2020
Just Cheteshwar Pujara things 😃#AUSvIND | #WTC21 pic.twitter.com/p8ex2iR6qS
২৩ ওভার | ভারত ৩৮/২ | অভিষেক ম্যাচে নিজের প্রথম ওভার করলেন ক্যামেরন গ্রিন। ওভারের প্রথম বলটাই নো করেন তিনি। অজি পেসার প্যাট কামিন্সের হাত থেকে ব্যাগি গ্রিন টুপি পাওয়া গ্রিন প্রথম ওভারে দিলেন ৩ রান। অলরাউন্ডার গ্রিনের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচ।
২১ ওভার | ভারত ৩৪/২ | পূজারা ও ময়াঙ্কের ৩২ রানের পার্টনারশিপ শুরুতে পৃথ্বীকে হারানোর ধাক্কা সামলে দিলেও, ভারতকে লড়াইয়ের জমি দিতে পারেনি। অধিনায়ক কোহালির ওপর দায়িত্ব থাকবে পূজারাকে নিয়ে লড়াইটা অস্ট্রেলিয়া শিবিরে ফিরিয়ে দেওয়ার। ক্রিজে থাকার লড়াই এখনও জারি ভারতীয় দলের।
উইকেট | আউট ময়াঙ্ক। কামিন্সের বলে বোল্ড তিনি। ৪০ বলে ১৭ রান করে আউট ময়াঙ্ক।
— ICC (@ICC) December 17, 2020
১৫ ওভার | ভারত ২৫/১ | রানের গতিতে বাঁধ তুলে দিয়েছে অস্ট্রেলিয়ার পেসাররা। ৩ অজি পেসার শেষ ৫ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান। ৩ ওভার বল করে মাত্র ১ রান দিয়েছেন কামিন্স। তবে ভারতীয় ব্যাটসম্যানরা জানেন ক্রিজে পড়ে থাকলে রান আসবেই। ৫ দিনের খেলায় মাত্র ১৫ ওভার হয়েছে। কোনও তাড়াহুড়ো করছেন না ময়াঙ্ক এবং পূজারা।
১০ ওভার | ভারত ২১/১ | ধীরে ধীরে ক্রিজে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ময়াঙ্ক (১০ রানে অপরাজিত) এবং পূজারা (১০ রানে অপরাজিত)। পৃথ্বী আউট হয়ে ফেরার পর শুরুতে যতটা আড়ষ্ট দেখাচ্ছিল ২ ভারতীয় ব্যাটসম্যানকে, ১০ ওভার শেষে তা অনেকটাই কেটে গিয়েছে। ময়াঙ্কের ব্যাট থেকে চারও এসেছে। হ্যাজেলউডের বলে যে কভার ড্রাইভটা মারলেন তাতে নিজেও কিছুটা আত্মবিশ্বাস পাবেন তিনি।
৫ ওভার | ভারত ৭/১ | ক্রিজে টিকে থাকার লড়াই চালাচ্ছেন ২ ভারতীয় ব্যাটসম্যান। সুইং, পেস, বাউন্সে একের পর এক কঠিন প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন অজি পেসাররা। ময়াঙ্ক (৫ রানে অপরাজিত) এবং পূজারা (২ রানে অপরাজিত) চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
৩ ওভার | ভারত ২/১ | গোলাপি বলের বিরুদ্ধে খুব স্বচ্ছন্দ দেখাচ্ছে না ভারতীয় ব্যাটসম্যানদের। স্টার্ক এবং হ্যাজেলউডকে বেশ ভয়ঙ্কর দেখাচ্ছে শুরু থেকেই। পৃথ্বী (০) ফিরে যাওয়ার পর ক্রিজে রয়েছেন ওপেনার ময়াঙ্ক এবং চেতেশ্বর পূজারা। প্রথম ওভারেই আউট হতে পারতেন পূজারা। ভাগ্যের জোড়ে বেঁচে গিয়েছেন।
উইকেট | আউট পৃথ্বী শ। ম্যাচের শুরুতেই ধাক্কা ভারতের। কোনও রান না করেই ফিরলেন পৃথ্বী। স্টার্কের বলে বোল্ড তিনি।
When you get a wicket on the second ball of the series 💪#AUSvIND pic.twitter.com/PfTOW5YMhY
— ICC (@ICC) December 17, 2020
টস | বৃহস্পতিবার গোলাপি বলের টেস্টে টস জিতল ভারত। অধিনায়ক বিরাট কোহালি ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। অস্ট্রেলিয়া দলে অভিষেক ঘটল ক্যামেরন গ্রিনের। ওপেন করবেন জো বার্নস এবং ম্যাথু ওয়েড।
#TeamIndia have won the toss and captain @imVkohli declares we are batting first. #AUSvsIND pic.twitter.com/YqTlaMrNpf
— BCCI (@BCCI) December 17, 2020
বিরাট বলেন, ‘‘উইকেট দেখে মনে হচ্ছে ব্যাট করার জন্য বেশ ভাল। বিদেশের মাটিতে আগে ব্যাট করে রান করা খুব গুরুত্বপূর্ণ। দারুণ অনুশীলন হয়েছে। কিছু প্র্যাকটিস ম্যাচও খেলেছে দল। আশা করছি দারুণ ম্যাচ হবে।’’ অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন বলেন, ‘‘আগে ব্যাট করতে চেয়েছিলাম। উইকেট বেশ ভাল। তবে ঠিক আছে, আমি খুশি প্রথমে বল করতে পেরে।’’
A Baggy Green for Cameron Green 😄
— ICC (@ICC) December 17, 2020
The Australia youngster is set to make his Test debut!#AUSvIND pic.twitter.com/JP2likSmm1
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট মানেই বাড়তি অ্যাড্রেনালিন রাশ। সেই টেস্ট সিরিজ যদি শুরু হয় গোলাপি বলের ম্যাচ দিয়ে তা হলে উত্তেজনার পারদ আরও কিছুটা বেড়ে যায়। বিদেশের মাটিতে প্রথমবার দিন রাতের টেস্ট খেলতে নামছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে একমাত্র দিন রাতের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে বিরাট কোহালিদের। তবে সেই ম্যাচের থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা এই ম্যাচ যে বেশ কঠিন তা জানে ভারতীয় দল।
অস্ট্রেলিয়া এখনও অবধি কোনও গোলাপি বলের টেস্ট হারেনি। ৭টা ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তাদের ঝুলিতে। গোলাপি বলে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের সামলাতে বিরাটদের যে বেগ পেতে হবে তা বলাই বাহুল্য। তবে যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের মতো বিশ্বের সেরা পেসাররা সহজে ছেড়ে দেবেন না স্টিভ স্মিথদের।
#TeamIndia are off to Adelaide Oval for the first Border-Gavaskar Test! 🙌💪 #AUSvIND pic.twitter.com/YptEl7jWOY
— BCCI (@BCCI) December 17, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy