সমর্থন: সরকার ও ফেডারেশনের সিদ্ধান্তের পাশে সৌরভ। ফাইল চিত্র
পাকিস্তান খেলোয়াড়দের ভিসা দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা না দেওয়ার জন্য আগামী মাসে ভারতে হওয়ার কথা থাকা এশিয়ান স্নুকার টুর অনির্দিষ্ট কালের জন্য বাতিল করে দেওয়া হল। ১০ রেডস এশিয়ান টুর স্নুকার প্রতিযোগিতা মার্চের শেষ দিকে হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কিন্তু পুলওয়ামার হামলার ঘটনার পরে পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা দেওয়ার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এশিয়ান কনফেডারেশন অব বিলিয়ার্ডস স্পোর্ট (এসিবিএস) এই প্রতিযোগিতা বাতিল করার সিদ্ধান্ত নেয়।
ভারতীয় বিলিয়ার্ডস এবং স্নুকার ফেডারেশনের সচিব এস সুব্রহ্মণ্যম সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘ভারতের অন্য খেলাধুলোর ক্ষেত্রে এখন যা হচ্ছে, সেটা দেখার পরে আমরা এসিবিএসকে পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা দেওয়া নিয়ে সমস্যা হতে পারে সেটা জানিয়েছিলাম। তার পরে এসিবিএস অনির্দিষ্ট কালের জন্য এশিয়ান স্নুকার টুরের শেষ পর্বের খেলা বাতিল করার সিদ্ধান্ত নেয়।’’ তিনি আরও বলেছেন, ‘‘এই প্রতিযোগিতার ২৪ জন খেলোয়াড়ের মধ্যে ছ’জন পাকিস্তানি অথবা পাকিস্তানি বংশোদ্ভূত। ওরা ভিসার জন্য অবেদন জানায়নি, তবু আমরা এসিবিএস-কে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছি।’’ এ রকম একটি প্রতিযোগিতা বাতিল হওয়ার কী রকম প্রভাব পড়তে পারে? কয়েক মাস আগে বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জয়ী সৌরভ কোঠারি রবিবার ফোনে বললেন, ‘‘যে কোনও প্রতিযোগিতা বাতিল হয়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক। তবে দেশের সরকার এবং জাতীয় সংস্থা যে সিদ্ধান্ত নেবে খেলোয়াড় হিসেবে তার পাশে আমাদের দাঁড়ানো উচিত।’’
স্নুকার প্রতিযোগিতা এ ভাবে বাতিল হয়ে যাওয়ার পরে প্রশ্ন উঠেছে সেপ্টেম্বরে পাকিস্তানের সঙ্গে ভারতের ডেভিস কাপ টাইয়ের ভবিষ্যৎ কী? এই লড়াই ইসলামাবাদে হওয়ার কথা। কিন্তু ভারতীয় দল কি পাকিস্তানে খেলার অনুমতি পাবে? সর্বভারতীয় টেনিস সংস্থার সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় রবিবার ফোনে বললেন, ‘‘এখনও পাকিস্তানের সঙ্গে টাইয়ের দেরি রয়েছে। সেপ্টেম্বরে কী রকম পরিস্থিতি দাঁড়ায় সেটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব।’’ পাশাপাশি তিনি জানিয়েছেন জাতীয় টেনিস সংস্থা পাকিস্তানের বদলে অন্য কোথাও এই টাই হওয়ার আবেদনও জানায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy