৬০ রান করলেন অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাট রেনশ। ছবি: এএফপি।
ভারত ১৮৯
অস্ট্রেলিয়া ২৩৭/৬
চলতি সিরিজে ভারত এখনও কোনও ইনিংসেই ২০০ রান ছুঁতে পারেনি। এ পর্যন্ত তিনটে ইনিংসে ভারতকে ১০৫, ১০৭, ১৮৯ রানে বেঁধে রেখেছেন অস্ট্রেলীয় বোলাররা। কিন্তু ঘরের মাঠের একই পিচে ঘরের বোলাররা এত কম রানে এখনও পর্যন্ত এক বারও বাঁধতে পারেননি বিপক্ষকে। পুণের দুই ইনিংসে অস্ট্রেলিয়ার রান ছিল ২৬০ আর ২৮৫। বেঙ্গালুরুর প্রথম ইনিংসেও ভারতকে টপকে, ২০০-র গণ্ডি টপকে, অস্ট্রেলিয়া আপাতত দাঁড়িয়ে ২৩৭ রানে। হাতে এখনও ৪ উইকেট। আপাতত লিড ৪৮ রানের।
যে পিচে কাল ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে ছেলেখেলা করলেন নাথান লিয়ঁ, সেখানেই অশ্বিনরা আজ প্রায় নির্বিষ। জাডেজা ৩টে উইকেট পেলেও, অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে ধস নামাতে পারেননি কেউ। আর অন্য দিকে তাড়াহুড়ো না করে, ধীরেসুস্থে, রান তাড়া করেছে অস্ট্রেলিয়া। কাল বিনা উইকেটে ৪০ রানে দিন শেষ করেছিল স্মিথ বাহিনী। আজ দলের ৫২ রানের মাথায় আউট হয়ে যান ওয়ার্নার। ৩৩ রান করে অশ্বিনের বলে বোল্ড হন তিনি।
মাথায় হাত অশ্বিনের। ছবি: রয়টার্স।
অধিনায়ক স্মিথ ৪৪ রান করে জাডেজার বলে কট বিহাইন্ড দ্য উইকেট। দলের ১৩৪ রানের মাথায় ৬০ রান করে জাডেজার বলে স্টাম্প হয়ে ফিরে যান রেনশ। এর পর জাডেজার বলেই অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হ্যান্ডসকম (১৬)। মিচেল মার্শ ইশান্তের বলে এলবিডব্লিউ। কোনও রান করেননি। এর পর ষষ্ঠ উইকেট জুটিতেই ভারতকে টপকে যায় অস্ট্রেলিয়া। দলের ২২০ রানের মাথায় আউট হন শন মার্শ (৬৬), যাদবের বলে নায়ারের হাতে ক্যাচ দিয়ে।
দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর ৬ উইকেটে ২৩৭। ম্যাথু ওয়েড ২৫ রানে এবং মিচেল স্টার্ক ১৪ রানে ব্যাট করছেন।
আরও পড়ুন: রঙ্গনা মন্ত্র প্রয়োগ করে বিরাট সাফল্য
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy