ফাইল চিত্র।
ভারতের অস্ট্রেলিয়া সফরের আগে দুই যুব দলে টক্করের ফল ১-১। মঙ্গলবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অঙ্কিত বাওনের ১৮ বলে ঝোড়ো ২৮ রানের ইনিংস ছয় উইকেটে জিততে সাহায্য করল অভিমন্যু ঈশ্বরনদের। দ্বিতীয় ইনিংসে মাত্র ২১৩ রানে শেষ হয়ে য়ায় অস্ট্রেলিয়া ‘এ’-র ইনিংস। তিনটি করে উইকেট নেন চায়নাম্যান কুলদীপ যাদব ও অফস্পিনার কৃষ্ণপ্পা গৌতম। শাহবাজ নাদিম ও দীপক চাহার পান দু’টি করে উইকেট। সিরিজে সমতা ফেরানোর জন্য ভারত ‘এ’ দলের প্রয়োজন ছিল ৫৫ রান। যা অনায়াসে তুলে নেন ভারতীয় ব্যাটসম্যানেরা। প্রথম ইনিংসে আর সমর্থ (৮৩) ও ঈশ্বরন (৮৬) শুরুটা ভাল করেছিলেন। সেই সুবাদেই অস্ট্রেলিয়ার ৩৪৬ রানের জবাবে ৫০৫ রান করেছিল ভারত ‘এ’। ঈশ্বরনদের পাশাপাশি সেঞ্চুরি করেছিলেন উইকেটকিপার শ্রীকর ভরতও (১০৬)। তবুও দ্বিতীয় ইনিংসে সমর্থদের পরিবর্তে ওপেন করতে আসেন অধিনায়ক শ্রেয়স ও শুভমন গিল। কিন্তু এই পরীক্ষা সফল হয়নি। ব্যাক্তিগত তিন ও চার রান করে প্যাভিলিয়নমুখী হন দুই ব্যাটসম্যান। শেষে বাওনেই জেতায় ভারতকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy