Advertisement
০৬ নভেম্বর ২০২৪

বিদায় ২০১৭: বিয়ের বছর, বিরাট বছর, সুপারম্যান হিটম্যান

৩০ জুন আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে বিয়ে সারলেন লিওনেল মেসি। দু’মাসের কন্যাসন্তান অলিম্পিয়াকে কোলে নিয়ে ১৬ নভেম্বর অ্যালেক্সিস ওহানিয়ানকে বিয়ে করলেন সেরিনা উইলিয়ামস।

যুগবদল: ২০১৭-তেই ধোনির থেকে সব ধরনের ফর্ম্যাটে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল কোহালির হাতে। ফাইল চিত্র

যুগবদল: ২০১৭-তেই ধোনির থেকে সব ধরনের ফর্ম্যাটে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল কোহালির হাতে। ফাইল চিত্র

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭ ০৪:৫০
Share: Save:

মুকুটে নতুন পালক

• ক্রিকেটপ্রেমীদের স্তম্ভিত করে ৪ জানুয়ারি ভারতের ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বও ছেড়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার ১১ দিন আগে মুকুট তুলে দিলেন বিরাট কোহালির মাথায়। পুণে-তে অধিনায়ক হিসেবে অভিষেকে ম্যাচেই ১২২ রান করলেনে কোহালি।

• ভারত অধিনায়কের প্রিয় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানুয়ারিতেই জিতেলেন ফিফার প্রথম বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। সবচেয়ে বেশি ভোট পেয়ে হারালেন লিওনেল মেসি-কে।

ব্যান্ড বাজা বারাত

• ৩ এপ্রিল অলিম্পিক্স কুস্তিতে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক বিয়ে করলেন সত্যব্রত কাদিয়ানকে।

• ১৮ অগস্টে দীনেশ কার্তিক বিয়ে করলেন দীপিকা পাল্লিকলকে।

যুগলবন্দি: বিয়ের আসরে মেসি-আন্তোনেল্লা। —ফাইল চিত্র।

• ৩০ জুন আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে বিয়ে সারলেন লিওনেল মেসি।

• দু’মাসের কন্যাসন্তান অলিম্পিয়াকে কোলে নিয়ে ১৬ নভেম্বর অ্যালেক্সিস ওহানিয়ানকে বিয়ে করলেন সেরিনা উইলিয়ামস।

• ২৩ নভেম্বরে জাহির খানের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হলেন অভিনেত্রী সাগরিকা ঘাটকে। একই দিনে ভুবনেশ্বর কুমার বিয়ে করলেন নুপূর নাগরকে।

• ৪ ডিসেম্বরের প্রাক্তন তারকা সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনমকে বিয়ে করেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

দম্পতি: বিরাট কোহালি ও অনুষ্কা শর্মা। —ফাইল চিত্র।

• ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে সারলেন বিরাট কোহালি-অনুষ্কা শর্মা। ভারতে ফিরে দিল্লি ও মুম্বইয়ে অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির ছিলেন দিল্লির অনুষ্ঠানে। মুম্বইয়ে আকর্ষণের কেন্দ্রে সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চনের মতো তারকারা।

• ২৪ ডিসেম্বর কুর্গে শৈশবের বন্ধু করণ মেডাপ্পাকে বিয়ে করেন অশ্বিনী পোনাপ্পা।

• ২৭ ডিসেম্বর মুম্বইয়ে বিয়ে করলেন ক্রুণাল পাণ্ড্য ও পাঙ্খুরি শর্মা।

নাটকীয় প্রত্যাবর্তন

• চোট-আঘাতে জর্জরিত রজার ফেডেরারের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁর ভক্তরা। কিন্তু বছরের শুরুতে অস্ট্রেলিয়া ওপেন জিতে প্রত্যাবর্তনের বার্তা দেন তিনি। উইম্বলডনের জন্য ফরাসি ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। একটিও সেট না হেরে অষ্টম উইম্বলডন জিতে টেনিস দুনিয়ায় ফের সম্রাটের আসনে ১৯টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। সবচেয়ে বেশি বয়সে উইম্বলডন জেতার রেকর্ডও গড়লেন তিনি। ১৯৭৬ সালে আর্থার অ্যাশ ৩২ বছর বয়সে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ৩৬ বছর বয়সে উইম্বলডন জিতলেন ফেডেরার।

• একের পর এক চোট রাফায়েল নাদালের কেরিয়ারকেও প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু ফরাসি ওপেনেই দুর্ধর্ষ প্রত্যাবর্তন ঘটালেন ক্লে কোর্টের রাজা। জিতলেন যুক্তরাষ্ট্র ওপেনও। পুনর্দখল করলেন র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাও।

• বছরের শেষে ফেডেরারের মতোই নাটকীয় প্রত্যাবর্তন বিশ্বনাথন আনন্দের। প্রথমে ম্যাগনাস কার্লসেন। তার পরে ২৬ বছরের ছোট রাশিয়ার ভ্লাদিমির ভেদোসেভকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন দাবা কিংবদন্তি।

• মেরি কম তিন বছর পর মূল স্রোতে ফিরলেন এশিয়া সেরা হয়ে।

হিটম্যান শো

বিধ্বংসী: বোলারদের শাসন করল রোহিতের ব্যাট। —ফাইল চিত্র।

• অপ্রতিরোধ্য রোহিত শর্মা। ওয়ান ডে ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি। একটি ডাবল সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ডেভিড মিলারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন বিশ্ব ক্রিকেটের নতুন ‘হিটম্যান’।

স্বপ্নপূরণ

• বিশ্ব ভারোত্তোলনে দু’দশকের ব্যর্থতা ভোলালেন মীরাবাঈ চানু। ৪৮ কেজি বিভাগে গড়লেন বিশ্বরেকর্ডও।

• নতুন কীর্তি গড়লেন পঙ্কজ অাডবানী। বিলিয়ার্ডসে ১৭তম বিশ্বকাপ জিতলেন তিনি।

• ১৩ বছর পরে এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারতের পুরুষ ও মহিলা দল। অপ্রতিরোধ্য কিদম্বি শ্রীকান্ত। পাঁচটি ব্যাডমিন্টন সুপার সিরিজের চারটিতেই চ্যাম্পিয়ন পুল্লেলা গোপীচন্দর ছাত্র। এইচ এস প্রণয় চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ওপেন গ্রঁ প্রি-তে। বিশ্বব্যাডমিন্টনে রুপো পি ভি সিন্ধুর।

• এশিয়া গ্রঁ প্রি শ্যুটিংয়ে নতুন রেকর্ড গড়ে সোনা জিতলেন মনপ্রীত কৌর।

• মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট ঝুলন গোস্বামীর।

• আর. অশ্বিন বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতলেন।

• বিশ্বকাপ শ্যুটিংয়ে সোনা জিতলেন জিতু রাই ও হিনা সিধু।

• পঞ্চম ব্যালন ডি’ওর জিতে মেসির রেকর্ড স্পর্শ করলেন রোনাল্ডো।

• বিশ্ব তিরন্দাজিতে ভারতের পুরুষ দল সোনা জিতল কম্পাউন্ড বিভাগে।

• প্রথম বার কনফেডারেশনস কাপে চ্যাম্পিয়ন জার্মানি।

• ভারতে প্রথম বার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসর। কলকাতার যুবভারতীতে ফাইনালে স্পেনকে হারিয়ে প্রথম বার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

যন্ত্রণার বিদায়

• প্রথম হয়ে বিদায় নিতে চেয়েছিলেন। কিন্তু অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে জাস্টিন গ্যাটলিনের কাছে হেরে সেই স্বপ্ন অধরাই থেকে গেল ‘দ্রুততম মানব’ ইউসেইন বোল্টের।

বিতর্ক

• সুপ্রিম কোর্টের নির্দেশে ৩ জানুয়ারি বরখাস্ত বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে।

• এপ্রিলে ডেভিস কাপ দল থেকে বাদ লিয়েন্ডার পেজ। মহেশ ভূপতিকে তোপ টেনিস তারকার।

• জুনে বিরাট কোহালির সঙ্গে অনিল কুম্বলের সংঘাতকে কেন্দ্র করে উত্তাল ক্রিকেট দুনিয়া। কোচের পদ ছাড়লেন কুম্বলে। ফিরলেন রবি শাস্ত্রী।

• পানশালায় মারামারির জেরে অ্যাশেজ সিরিজে খেলা হল না ইংল্যান্ডের বেন স্টোকসের।

অন্য বিষয়গুলি:

Lionel Messi Antonella Roccuzzo Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE