ইমরান। ফাইল চিত্র।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও বিষয়ে হস্তক্ষেপ করেন না সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-কে স্বাধীন ভাবেই কাজ করতে দেন তিনি। সোমবার এ কথা সাফ জানিয়ে দিলেন, পিসিবি চেয়ারম্যান এহসান মানি।
মানি বললেন, ‘‘ইমরান পাকিস্তান ক্রিকেটের উন্নতি চান। কিন্তু কোনও রকম রাজনৈতিক হস্তক্ষেপ চান না। নিজে থেকে বোর্ডের কাজে হস্তক্ষেপও করেন না। আমাদের স্বাধীন ভাবে কাজ করতে দেন ইমরান।’’
পিসিবি-র ‘পেট্রন-ইন-চিফ’ ইমরান গত বছরই চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছিলেন মানিকে। নাজম শেঠি অবসর ঘোষণা করার পরেই এই সিদ্ধান্ত নেন বর্তমান প্রধানমন্ত্রী। সে দিন থেকে পিসিবি-কে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত করার চেষ্টা করেছেন মানি। তাঁর কথায়, ‘‘আমাকে ঘরোয়া ক্রিকেটের কাঠামো উন্নত করে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পিসিবি-কে বিশ্বের আদর্শ ক্রিকেট বোর্ড হিসেবে গড়ে তোলার দায়িত্বও আমার।’’ মানি আরও জানিয়েছেন, ইমরান চান পাকিস্তান আরও ধারাবাহিক দল হয়ে উঠুক। যা বাকিদের কাছে উদাহরণ হয়ে উঠবে।
পিসিবি-র ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খানও পাকিস্তান ক্রিকেট বোর্ডের উন্নতির বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। বিতর্ক উস্কে দিয়েছেন ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ ঘিরেও। সোমবার ওয়াসিম জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হওয়া সম্ভব নয়। তাই এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে, ভারতীয় দলই পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ
খেলতে চায়।
ওয়াসিম বলেছেন, ‘‘আমরা একাধিক বার ভারতকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অনুরোধ করেছি। কিন্তু কোনও লাভ হয়নি। এ বার এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাই যাতে ওরা আমাদের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে থাকে। সেটা এক মাত্র সম্ভব ভাল ক্রিকেট খেলেই।’’ তিনি আরও বলেন, ‘‘ভারতীয় বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভাল। কিন্তু বারবার ওদের দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য অনুরোধ করতে চাই না। বিশ্বের প্রথম তিন দলের মধ্যে যদি পাকিস্তান নিজেদের জায়গা করে নিতে পারে। তা হলে নিজের থেকেই খেলতে চাইবে ভারত।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy