Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Football

সুরক্ষা দেখতে কল্যাণীতে ফেডারেশন প্রতিনিধিরা

শুক্রবার আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় ও সহ-সচিব কৌশিক বসুর সঙ্গে কল্যাণী ও ব্যারাকপুর স্টেডিয়াম ঘুরে দেখেন তাঁরা।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২০ ০৫:১৯
Share: Save:

করোনা-ভীতি সরিয়ে প্রথম ও দ্বিতীয় ডিভিশন আই লিগের ম্যাচ সুষ্ঠু ভাবে আয়োজনের জন্য কলকাতা ও তার পার্শ্ববর্তী স্টেডিয়ামের পরিকাঠামো, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে হাজির হল ফেডারেশনের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন আই লিগের সিইও সুনন্দ ধর।

শুক্রবার আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় ও সহ-সচিব কৌশিক বসুর সঙ্গে কল্যাণী ও ব্যারাকপুর স্টেডিয়াম ঘুরে দেখেন তাঁরা। ফের ফুটবল ফিরলে, সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোনও আপস চায় না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সে কারণেই এই পদক্ষেপ। এ দিন, প্রতিনিধি দলটির দমদম স্টেডিয়ামও ঘুরে দেখার কথা ছিল। কিন্তু আলো কমে আসায় আজ, শনিবার সেখানে যাবেন তাঁরা। কল্যাণী ও ব্যারাকপুর স্টেডিয়ামে ফুটবলার, রেফারি ও ম্যাচ কমিশনারদের প্রবেশপথ, ড্রেসিংরুম ঘুরে দেখেন তাঁরা। দর্শকাসন থেকে মাঠের দূরত্বও মেপে দেখা হয়। এ বার কলকাতাতেই হবে আই লিগের সমস্ত ম্যাচ। ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, প্রথম ডিভিশন আই লিগের জন্য তিনটি ও দ্বিতীয় ডিভিশনের জন্য একটি স্টেডিয়াম দরকার। তালিকায় রয়েছে সল্ট লেক, কল্যাণী, কিশোর ভারতী-সহ একাধিক স্টেডিয়াম।

অন্য বিষয়গুলি:

Football Kalyani Stadium IFA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy