ভারতের স্পিন আক্রমণ থেকে বাঁচতেই এক দিনের ক্রিকেটের নিয়ম বদলে দেওয়া হয়েছিল বলে মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে আইসিসির এখন ভাবার সময় এসেছে এক দিনের ক্রিকেট নিয়ে। অশ্বিন এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের আগে পর্যন্ত তেমন উৎসাহ পাচ্ছিলেন না।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন। আইপিএলে খেলবেন। অশ্বিন বলেন, “২০১৩-১৪ সাল পর্যন্ত এক দিনের ক্রিকেট খেলা হত একটা বলে। ২০১৫ সালের আগে ইনিংসে দু’টি বল এবং ৩০ গজের মধ্যে পাঁচ জন ফিল্ডারের নিয়ম শুরু হয়। আমার তো মনে হয় ভারতের স্পিন আক্রমণকে থামানোর জন্যই এই নিয়ম আনা হয়েছিল। এটা আমার মত। দু’দিক থেকে নতুন বলে খেলা হওয়ায় এখন আর এক দিনের ক্রিকেটে রিভার্স সুইং হয় না। ফিঙ্গার স্পিনারেরাও সুবিধা পায় না।”
আরও পড়ুন:
এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত হতে পারছেন না অশ্বিন। আগামী দিনে এক দিনের ক্রিকেটও লাল বলে খেলার প্রস্তাব দিয়েছেন তিনি। অশ্বিন বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেট এখন আকর্ষণের কেন্দ্রে। প্রচুর মানুষ সেই খেলা দেখে। কারণে চার ঘণ্টার মধ্যে সব শেষ। আমার মনে হয় টেস্ট ক্রিকেট থাকবে। আফগানিস্তানের মতো দেশের প্রথম শ্রেণির ক্রিকেট উন্নতি করলে টেস্ট ক্রিকেট থাকবে। কিন্তু এক দিনের প্রশ্ন আছে। একটা সময় এক দিনের ক্রিকেট লাল বলে খেলা হত। এখন আবার সেটা ফিরিয়ে আনা যায় কি না, তা ভেবে দেখা উচিত।”