উইলিয়ামসনকে নিয়ে বিতর্ক। ছবি: রয়টার্স।
নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের সততা নিয়ে প্রশ্ন তুলে দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার পল অ্যাডামস। গতকাল বার্মিংহ্যামে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। উইলিয়ামসনের ১০৬ রানের সৌজন্যে কিউয়িরা ৪ উইকেটে হারায় প্রোটিয়াদের। তবে ৭৬ রানের মাথায় আউট হতেই পারতেন কিউয়ি অধিনায়ক।
তখন নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮ তম ওভার চলছে। দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহিরের বলে উইলিয়ামসনের ক্যাচ ধরেন কুইন্টন ডি’ কক। আউটের আবেদন করেন তাহির। আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি। দক্ষিণ আফ্রিকাও রিভিউ চায়নি। উইলিয়ামসন শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ বের করে নেন। অ্যাডামস কিন্তু থেমে থাকেননি। টুইট করে তিনি লেখেন, ‘‘উইলিয়ামসন কেন ক্রিজ ছেড়ে গেল না?’’
এর আগে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহালি আউট না হলেও ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। রিপ্লেতে দেখা যায়, কোহালি আউট ছিলেন না। তার জন্য সোশ্যাল মিডিয়ায় কোহালির প্রশংসা করেন অনেকে। উইলিয়ামসন আউট হয়েও বেরিয়ে না যাওয়ায় সমালোচনার মুখে পড়েন। প্রশ্ন উঠেছে, দক্ষিণ আফ্রিকা রিভিউ চাইল না কেন? দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ দু’ প্লেসি জানান, তাঁরা ডি’ ককের উপরেই নির্ভর করেছিলেন। ডি’ কক আর রিভিউ চাননি।
আরও পড়ুন: বাদ শিখর, পন্থকে অতিরিক্ত চাপ না দেওয়ার পরামর্শ গম্ভীরের
আরও পড়ুন: কোচের সব ‘ফাঁস’ করার হুমকি, ক্রিকেটারদের নিজেদের সমস্যা, পথ হারিয়েছে আফগান ক্রিকেট?
সাংবাদিক বৈঠকে উইলিয়ামসনের আউট নিয়ে প্রশ্ন উড়ে আসে দু’ প্লেসির দিকে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন, ‘‘যতদূর মনে পড়ছে আমি লং অনে ফিল্ডিং করছিলাম। কুইন্টন ডি’ কক কাছেই ছিল। আমার প্রথমে মনে হয়েছিল ও (উইলিয়ামসন) বলটা মিস করেছে। এখন শুনছি উইলিয়ামসনের ব্যাটে বলটা লেগেছিল। কেন (উইলিয়ামসন) নিজেও জানত না বল ওর ব্যাটে লেগেছে।’’ সেই সময়ে উইলিয়ামসন ফিরে গেলে কি ম্যাচটা জিততে পারত দক্ষিণ আফ্রিকা? দু’ প্লেসি অবশ্য মানতে চাননি।
Why didn’t Kane Williamson walk 👀 #CWC19 #SAvsNZ pic.twitter.com/H3Cj6M4pGy
— Paul Adams (@PaulAdams39) June 19, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy